Fire Broke Out In The Truck

দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মেরে ডাম্পারে ধরল আগুন, সবং রাজ‍্য সড়কে আগুন নেভাতে হিমশিম খেল দমকল

এই ঘটনার পর খেকে তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি। কেউ জখম হয়েছেন, এমন খবরও মেলেনি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকেই ঘাতক ডাম্পারের চালক ও খালাসি দু'জনেই পলাতক।

আগুন নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা।
নিজস্ব সংবাদদাতা, সবং
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৪:৩২

রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি মালবোঝাই ডাম্পার। সেই ডাম্পারে এসে ধাক্কা মারল আরেকটি ডাম্পার। এর পরেই ধরল আগুন। শনিবার ভোররাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ঘটনাটি ঘটেছে। চালক এবং খালাসি দু’জনেই পলাতক। দুর্ঘটনায় হতাহতের খবর মেলেনি। তবে আগুন নেভাতে এসে হিমশিম খেতে হল দমকল কর্মীদের।

পশ্চিম মেদিনীপুরের তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের নীলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভোররাত সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল থেকেই একটি ১৪ চাকা ডাম্পার যান্ত্রিক গোলযোগ থাকার কারণে পটাশপুরের অভিমুখে নীলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এ দিন ভোরে পটাশপুরের দিক থেকে আসা আরেকটি ১৬ চাকার ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ধাক্কা মারে। ধাক্কা মেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি রাস্তার পাশে থাকা একটি খড়ের গাদায় ধাক্কা মারে। তার পরেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে গোটা গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। 

আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন। তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের চারটি ইঞ্জিন। পাশে খড়ের গাদায় আগুন লাগায় যথেষ্ট হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। দমকল বিভাগ সুত্রের খবর, পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ডাম্পারটির বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

এই ঘটনার পর খেকে তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি। কেউ জখম হয়েছেন, এমন খবরও মেলেনি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকেই ঘাতক ডাম্পারের চালক ও খালাসি দু'জনেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে সবং থানার পুলিশ।


Share