Egra Chairman Arrested

বেআইনি ভাবে সরকারি জমি হস্তান্তরের অভিযোগ, গ্রেফতার এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক

সরকারি জমি লিজ বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগে গ্রেফতার এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। কলকাতা থেকে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হবে তাঁকে।

এগরা পুরসভার চেয়ারম্যান
নিজস্ব সংবাদদাতা, এগরা
  • শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০১:০২

সরকারি জমি বেআইনি ভাবে হস্তান্তরের অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। শুক্রবার গভীর রাতে কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এগরার ভূমি রাজস্ব দফতরের করা অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। অভিযোগে বলা হয়েছে, বিএলআরও-র অনুমতি ছাড়াই একটি সরকারি জমির লিজ বেআইনি ভাবে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে গত বছরের ২ নভেম্বর তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে পদত্যাগের নির্দেশ দিয়েছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। দীপেন্দ্র নারায়ণ রায় পদত্যাগ করলেও স্বপন নায়ক দলের নির্দেশ অমান্য করে পদত্যাগ করেননি।

এরপর ২০ ডিসেম্বর ভূমিরাজস্ব দফতরের তরফে স্বপন নায়কের বিরুদ্ধে সরকারি জমি হস্তান্তর ও জমির লিজ সংক্রান্ত অনিয়মের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

এগরা জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, অভিযোগের ভিত্তিতে পুরপ্রধানকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হবে।


Share