Road Accident

সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন শেষ, রাস্তায় দৌড়ের অনুশীলন করতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ গেল যুবকের

বুধবার ভোরে মুর্শিদাবাদের সুতি থানার মুরালিপুকুর এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় রাহুল সিংহের (২২)। গুরুতর জখম হন তাঁর বন্ধু সুমন দাস। দু’জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রাহুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০১:২৬

সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন বুকে নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন রাহুল সিংহ। নিয়মিত দৌড়ের অনুশীলনের মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ হারালেন যুবক। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁর এক বন্ধুও। বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার মুরালিপুকুরে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম রাহুল সিংহ (২২)। তাঁর বাড়ি সুতি থানার মহেশাইল এলাকায়। জখম যুবকের নাম সুমন দাস। স্থানীয়দের দাবি, বুধবার ভোরে সেনাবাহিনী পরীক্ষার শারীরিক প্রস্তুতির অংশ হিসেবে রাহুল ও সুমন জাতীয় সড়কের ধারে দৌড়াচ্ছিলেন। সেই সময় ফরাক্কার দিক থেকে আসা একটি লরি আচমকাই তাঁদের ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লরির ধাক্কায় রাহুল সিংহ রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর জখম হন তিনি। সঙ্গে তাঁর বন্ধু সুমন দাসও জখম হন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত দু’জনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সুমনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়। রাহুলের অকালমৃত্যুতে তাঁর পরিবার শোকে ভেঙে পড়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য, ছোটবেলা থেকেই রাহুল সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণের আগেই এভাবে তাঁর জীবন থেমে যাবে, তা কেউ ভাবতেও পারেনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটলো এবং লরিটি অতিরিক্ত গতিতে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সুতি থানার পুলিশ।


Share