Tensions surrounding CPM's campaign

সিপিএমের প্রচার গাড়িকে লক্ষ্য করে হামলা, ভাঙচুর! অভিযোগের তির শাসক দলের দিকে

অভিযোগ, দুষ্কৃতীরা ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর শুরু করে। পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজও করে তাঁরা। এরপরই সেই গাড়িতে থাকা সিপিআইএম কর্মীদের ওপর মারধর শুরু হয়। প্রচারের মাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়।

গাড়ি ভাঙচুর করা হয়
নিজস্ব সংবাদদাতা, হরিপুর
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০১:২৪

নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক পারদ তত চড়তে শুরু করেছে। এ বার বামেদের প্রচারকে নিয়ে অশান্তি। অভিযোগ, প্রচার চলাকালীন সিপিএমের প্রচারকারীকে আটক করা হয়। এমনকি গাড়ি ভাঙচুর থেকে শুরু করে মারধোরও করা হয় সিপিআইএম কর্মীদের এমনটাই অভিযোগ করেছেন বাম সমর্থকরা। ঘটনাটি ঘটে নদিয়া শান্তিপুর অঞ্চলে। অভিযোগের তির শাসক দলের দিকে। 

সোমবার, হরিপুর অঞ্চল কমিটির তরফে 'বাংলা বাঁচাও অভিযানকে' সামনে রেখে একটি চার চাকা গাড়িতে করে প্রচার চালাচ্ছিলেন ওই এলাকার সিপিআইএম কর্মীরা। হরিপুরের বিভিন্ন এলাকায় প্রচার চালান তাঁরা। এরপর তাঁরা সন্ধ্যা নাগাদ যখন তারা মেলের মাঠ পার করে বাগ দেবীপুরে পৌঁছায় ঠিক তখনই উল্টো দিক থেকে একাধিক দুটোই করে বেশ কয়েকজন যুবক গাড়ির সামনে এসে দাঁড়ায়।

অভিযোগ, দুষ্কৃতীরা ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর শুরু করে। পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজও করে তাঁরা। এরপরই সেই গাড়িতে থাকা সিপিআইএম কর্মীদের ওপর মারধর শুরু হয়। প্রচারের মাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন কর্মী প্রাণভয়ে ঘটনার স্থল ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যায়। তান্ডব চালানোর পর ঘটনাস্থল থাকে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা।

ঘটনায় সিপিএমের অঞ্চল কমিটির সদস্য নিতাই ঘোষ বলেন, " সামনে বিধানসভা ভোট। ওরা ভয় পেয়েছে। তাই এমন আক্রমণ করছে।" খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর এরিয়া কমিটির তরফ থাকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।


Share