Haskhali Rape Case

হাঁসখালীতে গণধর্ষণের ঘটনায় দোষী সব্যস্ত তৃণমূল নেতার পুত্র-সহ ন’জন,, আগামীকাল সাজা ঘোষণা করবে আদালত

নদিয়ার রানাঘাট অঞ্চলে হাঁসখালি থানা এলাকায় ২০২২ সালের ১০ এপ্রিল গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। জানানো হয়, ৫ এপ্রিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে।

রানাঘাট মহকুমা আদালত।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৮:২৮

নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মোট ন’জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো রানাঘাট আদালত। অভিযুক্তদের তালিকায় রয়েছে তৃণমূল নেতার পুত্রও। মঙ্গলবার তাঁদের সাজা ঘোষণা করবেন বিচারক।

২০২২ সালের ১০ এপ্রিল নদিয়ার হাঁসখালি থানা এলাকায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ছিল, ৫ এপ্রিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রের জন্মদিনের অনুষ্ঠানে যান এক নাবালিকা। সেখানেই স্থানীয় পঞ্চায়েত সদস্যের পুত্র এবং তাঁর কয়েক জন বন্ধু মিলে নাবালিকাকে গণধর্ষণ করে। শুধু তা-ই নয়, রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে।

পরে তার মৃত্যু হলে প্রমাণ লোপাটের জন্য তাড়াতাড়ি দেহ সৎকার করা হয় বলেও অভিযোগ ওঠে। ঘটনার পরে রাজ্যজুড়ে তোলপাড় হয়। নির্যাতিতার মা-বাবা হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা করেন কলকাতা হাই কোর্টে। সেখান থেকে ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সিবিআইকে। নির্যাতিতার পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেয় আদালত। ঘটনাক্রমে সিবিআই চার্জশিট দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। সোমবার সেই মামলায় স্থানীয় তৃণমূল নেতার পুত্র-সহ ন’জনকে দোষী সাবস্ত করল রানাঘাট মহকুমা আদালত।

দোষীদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পাশাপাশি পকসো আইনে মামলা রুজু হয়েছিল। দোষীদের নাম সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক, সুরজিৎ রায়, আকাশ বারুই, সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি, পীযূষকান্তি ভক্ত এবং অংশুমান বাগচী।


Share