Death body recovery

জলাশয় থেকে উদ্ধার কালো প্লাস্টিক মোড়া মৃতদেহ, তদন্তে পুলিশ

বৃহস্পতিবার, নদীয়া জেলার নবদ্বীপে এক জলাশয় থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রের খবর, জলাশয়ের মধ্যে কালো রঙয়ের প্লাস্টিক মোড়া কিছু একটা দেখতে পায় এলাকাবাসী।

কালো রঙয়ের প্লাস্টিক মোড়া মৃতদেহ উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১০:১০

নদিয়ার নবদ্বীপে জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার। ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় দেহটিকে। ঘটনাস্থলে পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেররা মৃত বলে ঘোষণা করে।

বৃহস্পতিবার, নদীয়া জেলার নবদ্বীপে এক জলাশয় থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রের খবর, জলাশয়ের মধ্যে কালো রঙয়ের প্লাস্টিক মোড়া কিছু একটা দেখতে পায় এলাকাবাসী। তখনই তাদের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। সেই প্লাস্টিক উদ্ধার করা হলে দেখা যায় সেখানে একটি রক্তমাখা মৃতদেহ রয়েছে। তৎক্ষণাৎ নবদ্বীপ থানায় খবর পাঠানো হয়। 

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে সেই দেহটিকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রের খবর, সেই মৃতের নাম পরিচয় পাওয়া যায়নি। যদিও তার পরিচয় জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানাচ্ছেন, এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে এলাকায় আগে কখনও দেখা যায়নি। ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি এর পিছনে অন্য কোন রহস্য আছে তা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। যদিও নবদ্বীপ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।


Share