Body Recovery

শান্তিপুরে নিখোঁজের পরদিন আমবাগানে মিলল দেহ, রহস্যমৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ

নদিয়া জেলার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম গোপাল ঘোষ। পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা পাড়ার আমবাগান থেকে দেহ উদ্ধার হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১০:৪১

আমবাগান থেকে উদ্ধার মৃতদেহ। নদিয়ার শান্তিপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা পাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম গোপাল ঘোষ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরিবার সূত্রের খবর, রবিবার রাত থেকে গোপাল ঘোষ নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তবে তাঁর কোনও খোঁজ মেলেনি। সোমবার সকালে স্থানীয় কয়েক জন বাসিন্দা আমবাগানে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। পরে দেহের পরিচয় নিশ্চিত হয়। এরপরে পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছোয়। 

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। 

মৃতের বোন জানিয়েছেন, শেষ দিন বাড়ি থেকে বেরোনোর আগে দাদা তাঁকে বলে, "মানসন্মান আর থাকল না।" বোন কারণ জানতে চাইলেও দাদার থেকে কোন উত্তর পাননি। মৃতের ভাই জানান, কয়েক দিন ধরেই “তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।”


Share