AIIMS Kalyani

কল‍্যাণী এইমসে সাফাইকর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে, সরব দলীয় আরেক বিধায়ক অসীম সরকার

কল্যানী এইমসের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে। সরব হয়েছেন দলেরই আরেক বিধায়ক অসীম সরকার। অভিযোগ অস্বীকার করেছেন কল‍্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ০২:৪৮

কল্যানী এইমস অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে বিজেপির দুই বিধায়কের পরস্পরকে দোষারোপ। কল্যানীর বিজেপির বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন হরিণঘাটা দলীয় বিধায়ক আসিম সরকার। যদিও অম্বিকা রায় অভিযোগ অস্বীকার করেছেন। এই কোন্দলকে কেন্দ্র করে রাজ্যের প্রধান বিরোধীদল যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। বিজেপির গোষ্ঠীদন্দের অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃনমূল। 

আসিম সরকার বলেন, “এখানে যারা সাফাই কর্মীর কাজ পান তাঁদের মুলত কোনও পরীক্ষা নেওয়া হয় না। চুক্তিভিত্তিক শ্রমিকে এরা। এখানকার বিধায়ক আম্বিকা রায়,সে বলছে, সে নাকি ৩০ জনকে পরিচয়পত্র দিয়ে কাজ করিয়েছে দু'মাস। আমরা জানতে এসেছি অম্বিকা রায়কে এই আই কার্ডটা কে দিতে বলল? এখান থেকে পরিচয়পত্র ইস্যু হয়েছিল। আমরা বারবার এখানে তদন্ত করতে আসি, কীভাবে কী হচ্ছে। অম্বিকা রায় এসে বলছেন, এই ৩০ জনকে নিতে হবে আগে, তার পরে ওদের যোগদান হবে। সে এখানকার কোন হনু? ৩০ জনের পরিচয়পত্র সে পেল কোথা থেকে!“

তিনি আরও বলেন, “পরিচয়পত্রে ভুবনেশ্বর লেখা। এইগুলি যে নকল করা হয়েছে এখানে, তিনিও সেসব বাধা দিচ্ছেন এবং এদের সবাইকে এখন বাতিল করে নতুন তালিকা করার চেষ্টা হচ্ছে। শুনতে পাচ্ছি, অম্বিকা রায় যাদের দিয়ে টাকা-পয়সা তুলেছে.. শুনতে পাচ্ছি। আমার কাছে কোনও প্রমাণ নেই, তারা নাকি এখন বাড়ি ছাড়া...টাকা দিতে পারছে না বলে। চাকরি দেওয়ার নাম করে এ রকম টাকা-পয়সা তুলেছে শুনতে পাচ্ছি।”

পাল্টা অম্বিকা রায় বলেন, “আমি জানি না কাকে কী কটা দিয়েছে। কারা ঢুকিয়েছে জানি না।” তিনি আরও বলেন, “যে অভিযোগ অসীম সরকার করছেন, একেবারে মিথ্যা। আমি বলব, প্রমাণ করে দেখাক। আমি অবশ্যই পার্টির যারা নেতৃস্থানীয় রয়েছে, রাজ্যের যারা রয়েছে, তারা দেখবে। তাদের কাছে যা বলার আমি বলব। ওঁ যে অভিযোগটা দিচ্ছে, সেটা একদম ভিত্তিহীন।”

এই নিয়ে রাণাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “অসীমবাবু, হরিণঘাটার বিজেপি বিধায়ক । স্লগ ওভারে এসে কখনো ক্রস ব্যাটে, কখনো সোজা ব্যাটে বেশ ভালই ঝোড়ো ইনিংস খেলছেন। ভাল। এই কিছুদিন আগে, এসআইআর নিয়ে উনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। আজ আবার বিজেপিরই বিধায়কের বিরুদ্ধে সদলবলে একেবারে স্টেপ আউট করে বল মাঠের বাইরে ফেলে দিয়েছেন। ভাল। চালিয়ে যান। তবে, শুধু বিবৃতি নয়। উনি একটু গান বানিয়ে বললে আরও ভাল লাগবে। ওঁর থেকে এটাই প্রত্যাশা করছি।”


Share