Prasanta Barman

নিউটাউন স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত হিসেবে বিডিও প্রশান্ত বর্মনের নাম, গ্রেফতারি পরোয়ানার পথে বিধাননগর পুলিশ

দত্তাবাদের ব্যবসায়ী অপহরণ-খুনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন। হাই কোর্টের নির্দেশ অমান্য, পাঁচজন আগেই গ্রেফতার।

প্রশান্ত বর্মন
নিজস্ব সংবাদদাতা, দত্তাবাদ
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৪:১৫

দত্তাবাদের এক ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করল বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে খবর, এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে প্রশান্ত বর্মনের নাম উঠে এসেছে। ইতিমধ্যেই তাঁর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বারাসত আদালত থেকে আগাম জামিন পেলেও পরে কলকাতা হাই কোর্টে ধাক্কা খান প্রশান্ত বর্মন। সোমবার হাই কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় এবং ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে সূত্রের খবর, এখনও সেই মামলা শীর্ষ আদালতে লিস্টিং হয়নি।

এর মধ্যেই হাই কোর্টের দেওয়া ৭২ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারির আবেদন জানাল বিধাননগর কমিশনারেট।

উল্লেখ্য, গত অক্টোবরের শেষের দিকে নিউটাউনের যাত্রাগাছি এলাকা থেকে এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।


Share