Train Accident

নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে আসার সময় দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত‍্যু তিন প্রৌঢ়ের, গুরুতর জখম আরও এক, ভর্তি হাসপাতালে

বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হাসপাতালে দেখা করতে যান। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি বলেন, “পরিবারের সঙ্গে আমরা সবাই আছি। আর্থিক সাহায্য থেকে শুরু করে যা যা করা দরকার সবটাই করব।”

রানাঘাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু তিন জনের।
নিজস্ব সংবাদদাতা, তাহেরপুর
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৩:০৫

নদিয়ার তাহেরপুরে নরেন্দ্র মোদীর সভা হওয়ার কথা ছিল। তাতে যোগ দিতে আসার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন বিজেপি সমর্থকের। একজন হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন।

শনিবার রানাঘাটের তাহেরপুরে প্রশাসনিক সভা এবং জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, মোদীর সভায় যোগ দিতেই বাস ভাড়া করে মুর্শিদাবাদ থেকে তাহেরপুরে আসেন প্রায় ৪০ জন বিজেপি সমর্থক। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে ওই পাঁচ জন বাস থেকে নেমে রেললাইনের টপকানোর চেষ্টা করছিলেন। আচমকাই ওই লাইনে ট্রেন চলে আসে। কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি টের পাননি ওই বিজেপি সমর্থকেরা। এর পরেই দুর্ঘটনাটি ঘটে।

রানাঘাট-কৃষ্ণনগর শাখার তাহেরপুর এবং বাদকুল্লা স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তিন প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জখম হয়েছেন দু’জন। তাঁদের কল্যানী এইমসে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের নাম গোপীনাথ দাস (৫২), মুক্তিপদ সূত্রধর (৫৬) এবং রামপ্রসাদ ঘোষ (৫৫)। তাঁদের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞায়। 

এ দিন ঘন কুয়াশার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। কলকাতায় ফিরে আসতে হয়। বিমানবন্দর থেকে তাহেরপুরের সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে অডিয়ো বার্তায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকে দুর্ঘটনায় মৃত বিজেপি কর্মীদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হাসপাতালে দেখা করতে যান। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি বলেন, “পরিবারের সঙ্গে আমরা সবাই আছি। আর্থিক সাহায্য থেকে শুরু করে যা যা করা দরকার সবটাই করব।”


Share