Fire Incident

বড়দিনের রাতে রামনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান

মেদিনীপুরের রামনগর বাজারে আগুনে পরপর তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে একটি মিষ্টির দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

পুড়ে ছাই দোকান
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০১:৪৬

বড়দিনের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব মেদিনীপুরে। রামনগর বাজারে পরপর তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে রয়েছে দু’টি মিষ্টির দোকান ও একটি স্টেশনারি দোকান। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক পুলিশের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক আড়াইটে থেকে তিনটের নাগাদ দিঘার সামনে রামনগরের বলোকবার বাজারে একটি মিষ্টির দোকানে আচমকাই আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। দ্রুত সেই আগুন পাশের আরও একটি মিষ্টির দোকান এবং একটি স্টেশনারি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা এবং দোকানের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রথমে স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাঁদের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু’টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি মিষ্টির দোকানে থাকা মিষ্টি ও অন্তত সাতটি ফ্রিজ সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দোকান কর্মীদের কথায়, “ভোররাতে হঠাৎ চিৎকার শুনে ছুটে আসি। এসে দেখি পুরো দোকান আগুনে জ্বলছে। নিজেরা চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। পরে দমকলকে খবর দেওয়া হয়। ততক্ষণে তিনটি দোকানই প্রায় ভস্মীভূত হয়ে যায়।” 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


Share