Fire Incident

শীতের রাতে ডেবরার বাজারে আগুন, ভস্মীভূত অন্তত চারটি দোকান, দু’ঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে

বুধবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার একটি বাজারে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দাউ দাউ করে জ্বলছে দোকান।
নিজস্ব সংবাদদাতা, ডেবরা
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১০:৫৭

মধ‍্যরাতে অগ্নিকাণ্ড। বুধবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি বাজারে ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবর মেলেনি।

শীতের রাতে গ্রামীণ এলাকার এই জমজমাট পসং বাজার রাত সাড়ে দশটা নাগাদ ছিল কার্যত জনমানবশূন্য। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ আচমকা বন্ধ হার্ডওয়ারের দোকানে আগুনের শিখা দেখতে পান স্থানীয় কয়েক জন ব্যবসায়ী। তাঁরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়লেও আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি থাকা আরও তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দাবি।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন।  দমকল কর্মীদের দু’ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও গভীর রহস্য বা ষড়যন্ত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে দমকল বিভাগ।


Share