Prasanta Barman

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই সুপ্রিম কোর্টে প্রশান্ত বর্মনের জামিনের আর্জি, বুধবার শুনানির সম্ভাবনা

কলকাতা হাই কোর্টে আগাম জামিন খারিজের পর সুপ্রিম কোর্টে আবেদন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। অপহরণ-খুন মামলার অভিযুক্ত তিনি। ‘নিখোঁজ’ অবস্থায় বুধবার শুনানি, নজর শীর্ষ আদালতের রায়ে।

সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৪:১৮

কলকাতা হাই কোর্টে আগাম জামিন না মেলায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। আগামী বুধবার সুপ্রিম কোর্টে তাঁর মামলার শুনানি হতে পারে।

এর আগে অপহরণ ও খুনের মামলায় প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশও দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই বিতর্কিত এই বিডিও সুপ্রিম কোর্টে আবেদন করেন।

মঙ্গলবার বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও, রাজ্য সরকারের আইনজীবীরা আবেদন করেন যাতে বুধবার বা বৃহস্পতিবার শুনানি রাখা হয়। শীর্ষ আদালত সেই প্রস্তাবে সম্মতি দেয়।

এ দিন সুপ্রিম কোর্টে প্রশান্ত বর্মনের পক্ষে সওয়াল করতে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। উল্লেখযোগ্য বিষয় হল, হাই কোর্টে আগাম জামিন খারিজ হওয়ার পর থেকেই কার্যত ‘নিখোঁজ’ প্রশান্ত বর্মন। ব্লক অফিসে তাঁর কোনও খোঁজ নেই এবং তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। এই পরিস্থিতিতে শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর সকলের।


Share