Accident in Dhupguri

ধূপগুড়িতে লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, স্টেয়ারিং-এর মধ্যেই আটকে পড়েন দুই চালক, গুরুতর আহত অবস্থায় দুজনেই চিকিৎসাধীন

ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন ওভার ব্রিজের কাছে এশিয়ান হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষে দু’টি লরি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয়েছেন দুই লরি চালক। তাঁরা দুজনেই বর্তমানে চিকিৎসাধীন। ট্রাফিক ব্যবস্থা শোধরানো এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।

দুর্ঘটনাগ্রস্ত দু'টি লরি
নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১২:১০

জলপাইগুড়ির ধূপগুড়িতে শুক্রবার ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল এলাকা। ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন ওভার ব্রিজের কাছে এশিয়ান হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষে দু’টি লরি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয়েছেন দুই লরি চালক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা থেকে সার বোঝাই একটি লরি হলদিবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে অসমমুখী আরেকটি লরি দ্রুতগতিতে আসছিল। ওভার ব্রিজের কাছে এসে অসমগামী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই লরিটিকে জোরে ধাক্কা মারে। বিকট শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ধাক্কায় দু’টি লরিরই কেবিন দুমড়ে যাওয়ায় স্টিয়ারিংয়ের মধ্যে আটকে পড়েন চালক সমীর সরকার এবং রঞ্জন সাউ।

প্রায় আধঘণ্টা ধরে লরির মধ্যে আটকে ছিলেন দু’জন। স্থানীয়দের পক্ষে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় দু’জনকে বেশ কিছুটা পরিশ্রম করে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। রঞ্জন সাউ-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। সমীর সরকার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি আছেন।

দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ের দু’দিকেই তীব্র যানজট তৈরি হয়। কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, ধূপগুড়ি শহরে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। ট্রাফিক ব্যবস্থা শোধরানো এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।


Share