Student Harassment Arrest

নিউ জলপাইগুড়িতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, হাতেনাতে পাকড়াও অভিযুক্ত

নিউ জলপাইগুড়ির ভালোবাসা মোড়ে স্কুল থেকে ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে এক ব্যক্তি। স্থানীয়দের তৎপরতায় অভিযুক্ত মহেন্দ্র স্বর্ণকার ধরা পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে।

গ্রেফতার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, নিউ জলপাইগুড়ি
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৩

স্কুল থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার হলেন সপ্তম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ভালোবাসা মোড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। সেই সময় ভালোবাসা মোড়-সংলগ্ন নির্জন রাস্তায় হঠাৎই এক ব্যক্তি তাকে জোর করে টেনে নিয়ে যায় ঝোপের দিকে। ঘটনাটি চোখে পড়ে এক স্থানীয় যুবকের। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবাদ জানালে আশপাশের মানুষ ছুটে এসে জড়ো হন। স্থানীয়দের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত ব্যক্তি।

এরপরই স্থানীয়রা খবর দেন নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের নাম মহেন্দ্র স্বর্ণকার। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।


Share