Shantipur Murder

শান্তিপুরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ

নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম হাসিম মন্ডল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত যুবকের নাম হাসিম মন্ডল।
মৃত যুবকের নাম হাসিম মন্ডল।, শান্তিপুর
  • শেষ আপডেট:২৮ আগস্ট ২০২৫ ০৩:৪৬

দাঁড় করানো আছে মোটরবাইক। তার ঠিক পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল নদিয়ার শান্তিপুরে। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত যুবকের নাম হাসিম মন্ডল। বয়স ৩৫ বছর। হাসিম সাহেবডাঙার মধ‍্যপাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রের খবর, বুধবার রাতে বাড়ি থেকে বের হন। রাতে হাসিম বাড়ি ফেরেনি। হাসিম প্রায়ই দেরি করে বাড়ি ফিরতেন। তাই এ দিনও পরিবারের লোকজন তেমন কোনও গুরুত্ব দেননি। রাত গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তা বাড়ে। হাসিমের এক আত্মীয়ের কথায়, বার বার তাঁকে ফোন করা হলে ফোনে পাওয়া যায়নি। মোবাইল বন্ধ আসছিল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কয়েক জন স্থানীয় বাসিন্দা প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার ধারে হাসিমের দেহ দেখতে পান। পাশেই পড়ে ছিল তাঁর মোটরবাইক। তাঁরাই পুলিশে খবর দেন। পরিবারের অভিযোগ, হাসিমকে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে। হাসিমের কাকা বলেন, “ও প্রায়ই দেরি করে বাড়ি ফিরত। গতকাল গভীররাত হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় ফোন করা হয়। কিন্তু মোবাইল সুইচ অফ বলছিল। সকালে দেহ উদ্ধার হয়েছে।"

জানা গিয়েছে, যুবক বেশ কিছুদিন বাইরে ছিলেন। কিছু দিন আগেই শান্তিপুরে ফিরছিলেন। বাড়ির অদূরেই তাঁরই দেহ উদ্ধার ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, একটি জমিও কিনেছিলেন হাসিম। সেই জমি নিয়ে বিবাদ কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরেই মৃত‍্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


Share