Shantipur Market Incident

ওল কেন সিদ্ধ হলো না! জবাব চাইতে গিয়ে সবজি বিক্রেতার মাথায় কাঁচা আম ছুঁড়ল বিক্রেতা, থানায় অভিযোগ দায়ের

শান্তিপুর নতুনহাট পুরবাজারে ঢোকার মুখেই দীর্ঘদিনের ছোট সবজির দোকান সঞ্জয় ঘোষের। সঞ্জয় ফুলিয়া বয়রার বাসিন্দা। আট থেকে দশ বছর ধরে সেখানে ব‍্যবসা করছেন।

জখম সবজি বিক্রেতার নাম সঞ্জয় ঘোষ।
বিশ্ব বন্দোপাধ‍্যায়: শান্তিপুর
  • শেষ আপডেট:০৪ আগস্ট ২০২৫ ০২:০৩

ওল কেন সুসিদ্ধ হয়নি, জবাব চাইতে গিয়ে সবজি বিক্রেতার মাথায় কাঁচা আম ছুঁড়ে আঘাত করার অভিযোগ উঠল এক ক্রেতার বিরুদ্ধে। সোমবার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। ওই বিক্রেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

শান্তিপুর নতুনহাট পুরবাজারে ঢোকার মুখেই দীর্ঘদিনের ছোট সবজির দোকান সঞ্জয় ঘোষের। সঞ্জয় ফুলিয়া বয়রার বাসিন্দা। আট থেকে দশ বছর ধরে সেখানে ব‍্যবসা করছেন। অভিযুক্তের নাম বাপ্পা শেখ। তিনি ওই এলাকারই তোপখানা পাড়ায় বাসিন্দা বলেই জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা দাবি, এ দিন বাপ্পা শেখ প্রথমে দাঁড়িপাল্লা বাটখারা নিয়ে সঞ্জয়কে ছুড়ে মারতে চেষ্টা করে। বাপ্পাকে সবাই মিলে আটকে দেওয়ার ফলে তা আর সম্ভব হয়নি। তবে উত্তেজিত হয়ে হাতের সামনে থআকা আম নিয়ে সঞ্জয়কে লক্ষ্য করে ছোঁড়ে। মাথায় লাগে সবজি বিক্রেতা সঞ্জয় ঘোষের। তিনি মাথায় আঘাত পান। আঘাত গুরুতর দেখেই অন্যান্য ক্রেতারা চিকিৎসা করাতে নিয়ে যান।

বাজারের অন‍্যান‍্য বিক্রেতাদের অভিযোগ, দু-এক সময় চড়াও হয়েছে বাপ্পা শেখ। এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে গেলে বাপ্পাকে বাড়ি পাওয়া যায়নি। সোমবার নতুনহাট পুরবাজার কমিটির সভাপতি শিবু বর্ধন জানিয়েছেন, “ক্রেতা সুরক্ষা দফতর অথবা বাজার কমিটির কারোর কাছে  কিছু না জানিয়ে সামান্য বিষয়ে বাজার বিক্রেতাকে মারধর করা নিম্ন রুচির পরিচয়।”

শুধু একটি ঘটনা নয়, এরকম বেশ কয়েকটি ঘটনা প্রেক্ষিতে তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আগামীতে বিক্রেতাদের সুরক্ষা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শিবু।

যদিও অনেকের দাবি, গ্যারান্টি দিয়ে বিক্রি করার দরকার কি! তবে এই বিষয়ে অন্যান্য ক্রেতারা ও বিক্রেতারা সকলেই একযোগে জানাচ্ছেন, কাঁচা লঙ্কায় ঝাল হবে কি না ওল-কচু গলবে কি না এগুলো চাষীদের কাছ থেকে শুনে বলা হয়। তার কোন ‘গ্যারান্টি কার্ড’ দেওয়া হয় না।


Share