Santipur Road Block

বেহাল রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধ শান্তিপুরে

আজ, বৃহস্পতিবার নদিয়ায় শান্তিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। বেহাল রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান।

রাস্তার দাবিতে পথ অবরোধ শান্তিপুরে।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট:০৩ জুলাই ২০২৫ ০২:১১

দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। এ বার দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে রাস্তায় বাঁশ লাগিয়ে এলাকাবাসীরা পথ অবরোধ করেন। আজ, বৃহস্পতিবার সকালে নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এলাকাবাসীদের অভিযোগ, শান্তিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগচী বাগান এলাকায় একাধিক রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। রাস্তায় জায়গায় জায়গায় খানাখন্দে ভরে গিয়েছে। এর জেরে দুর্ঘটনা বাড়ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। এক আন্দোলনকারী জানান, “দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে পুরসভা কোনও পদক্ষেপ না করায় পথ অবরোধ করতে আমারা বাধ্য হয়েছি।“ তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। তাই এ দিন তারা রাস্তা বাঁশ দিয়ে আটকে বিক্ষোভ দেখান। 

এর পরেই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের স্ত্রী। বর্তমানে তিনি বিজেপির মন্ডল সভাপতি। , “যেহেতু আমার স্বামী বিজেপি কাউন্সিলর। সেই কারণেই তৃণমূল পরিচালিত পুরসভা কাজ করছে না। তবে আমিও চাই এই রাস্তা সংস্কার হোক।” 

যদিও এই প্রসঙ্গে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ক্যামেরার সামনে মুখ না খুললেও তিনি মৌখিক জানিয়েছেন, এই বেহাল রাস্তার সংস্কারের জন্য ইতিমধ্যে তিনি উদ্যোগী হয়েছেন। অল্পদিনের মধ্যেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে।


Share