Drowning

পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে বিপত্তি তাহেরপুরে, জলে তলিয়ে গিয়ে মৃত্যু দুই নাবালিকার

মঙ্গলবার সকালে নদিয়ার তাহেরপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মঙ্গলবার তাহেরপুরে ঘটনাটি ঘটেছে।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:১২ আগস্ট ২০২৫ ০৯:৩৩

পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে ঘটল দুর্ঘটনা। জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই নাবালিকার। মঙ্গলবার  নদিয়ার তাহেরপুর ঘটনাটি ঘটেছে। মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ময়নাতদন্তের জন‍্য মর্গে দেহ পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে তিন বান্ধবী মিলে বীরনগর থানার এলাকায় একটি জলাশয়ে শাপলা ফুল তুলতে যায়। আচমকা তিনজনই তলিয়ে যায়। মৃত দুই নাবালিকার নাম রাশি সরকার (৯) এবং জ্যোতি মণ্ডল (১১)। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। তাদের উদ্ধারের চেষ্টা করেন তারা। বছর পনেরোর এক নাবালিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। বাকি দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।তাঁরা কেউই সাঁতার জানত না বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, রাশি এবং জ্যোতিকে অচৈতন্য অবস্থায় চিকিৎসার জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে।


Share