Crime

যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ, তার পর দেওয়া হল আগুন, রক্তারক্তি কাণ্ড নদিয়ায়

কৃষ্ণগঞ্জ থানার জয়ঘাটা বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। জখম যুবকের নাম সৌভিক ঘোষ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জখম যুবকের নাম সৌভিক ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট:১৫ জুলাই ২০২৫ ১১:০২

যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল নদিয়ায়। শুধু তাই নয় কোপানোর পরে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। কৃষ্ণগঞ্জ থানার এলাকায় জয়ঘাটা বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, রক্তাক্ত এবং অর্ধদগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করা হয়েছে। যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

জখম যুবককের নাম সৌভিক ঘোষ (২২)। স্থানীয় সূত্রের খবর, জয়ঘাটা বাজারের নিজের ওষুধের দোকান রয়েছে। সেখান থেকেই বাড়ি যায় যুবক সৌভিক ঘোষ। পরিবারের দাবি, সৌভিক প্রতিদিন সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। সাড়ে ১১টার মধ‍্যে বাড়ি ফিরে আসে। তবে এ দিন বাড়ি যাবার পর কে বা কারা সৌভিককে ফোন করে ডাকে। রাত সাড়ে ১১টা বেজে গেলেও সৌভিক বাড়ি ফেরেনি। বারবার ফোন করা হলেও ফোন বন্ধ ছিল। ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকরা চিন্তিত হয়ে পড়ে। বাইরে বেরিয়ে সৌভিককে খোঁজাখুঁজি শুরু হয়। যোগাযোগ করা হয় সৌভিকের বন্ধুদের সঙ্গেও। এর পরেই সকালের দিকে এলাকারই মিষ্টির দোকানের পেছনে জঙ্গলে পড়ে থাকতে দেখেন এলাকার কিছু লোকজন। তাঁরাই সৌভিকের পরিবারকে খবর দেন।

মঙ্গলবার সৌভিকের বাবা সজল ঘোষ বলেন, “ছেলের সমস্ত বন্ধু-বান্ধবের কাছে খবর নেওয়া হয়। কেউ কোন সন্ধান দিতে পারেনি। ভোর থেকে সকাল পর্যন্ত ছেলের কোন খোঁজখবর পাওয় যায়নি। অবশেষে সকালবেলায় বাজারের পথচলতি মানুষ দেখতে পায় জয়ঘাটা বাজার এলাকায় একটি মিষ্টির দোকানের পেছনের জঙ্গলে  রক্তাক্ত ও পোড়া অবস্থায় পড়ে রয়েছে। দেখেই তাঁরা আমাকে খবর দেয়।”

স্থানীয় লোকজন জখম যুবককে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সৌভিকের অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কৃষ্ণগঞ্জ হাসপাতালের আউটপোস্ট থেকে খবর যায় থানায়। হাসপাতালে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। যদিও এই ঘটনার নেপথ্যে কারা জড়িত রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা-ও স্পষ্ট নয়।


Share