Krishnanagar Murder

ভরদুপুরে কৃষ্ণনগরে শ্যুটআউট, বাড়ির দোতলায় উঠে তরুণীকে লক্ষ্য করে পর পর গুলি, ঘটনাস্থলেই মৃত্যু, পলাতক অভিযুক্ত যুবক

সোমবার দুপুর ২টো নাগাদ কৃষ্ণনগরে ঘটনাটি ঘটেছে। মৃত তরুণীর নাম ঈশিতা মল্লিক। তিনি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

নিহত তরুণীর নাম ঈশিতা মল্লিক।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট:২৫ আগস্ট ২০২৫ ০৪:০০

ভরদুপুরে নদিয়ার কৃষ্ণনগরের শ্যুটআউট। বাড়ির দোতলায় উঠে এক তরুণীকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মৃতার নাম ঈশিতা মল্লিক। তিনি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। পরিবার জানিয়েছে, মেয়েটির সঙ্গে অভিযুক্ত যুবকের সম্পর্ক ছিল। কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত যুবক পলাতক।

সোমবার দুপুর ২টো নাগাদ কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বাড়ির দোতলায় উঠে পড়ে। সেখানেই ছিলেন ঈশিতা। পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে তরুণীর ওপর গুলি চালায়। সেই সময় বাড়িতেই ছিলেন নিহতের মা এবং তাঁর ভাই। গুলির শব্দ শুনে তাঁরা ছুটে আসেন। দেখেন, মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই সঙ্গে এক যুবককে বন্দুক হাতে দৌড়ে পালিয়েও যেতে দেখেন তাঁরা। রক্তাক্ত অবস্থায় ঈশিতাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ঈশিতার সঙ্গে দেবরাজ সিংহ নামে এক যুবকের সম্পর্ক ছিল। তাঁর দাদু জানিয়েছেন, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায়৷ পরিবার সুত্রের খবর, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন ঈশিতা।

পুলিশের প্রাথমিক অনুমান, মৃতা তরুণীর এবং যুবক একে অপরকে চিনতেন। তবে খুনের নেপথ্যে সম্পর্কের টানাপড়েন নাকি অন্য কারন তা-ও খতিয়ে দেখছে পুলিশ। যে এলাকায় ঘটনাটি ঘটেছে তার সামনেই জেলা প্রশাসনের আধিকারিকদের বাংলো রয়েছে। দিনদুপুরে ওই এলাকায় কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে যুবক ঢুকে পড়ল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

সোমবার তরুণীর মা বলেন, “আমি ওই যুবককে চিনি না। আমি ওঁর সর্বোচ্চ শাস্তি চাই। যেভাবে আমার কোল খালি হয়েছে, আমিও তাই ওঁর মায়ের কোলও খালি হোক”। হাসপাতাল সূত্রের খবর, ঈশিতার দেহে দুটি গুলির চিহ্ন মিলেছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


Share