Bangladeshi Arrest

বাঙালি বিতর্কের মধ্যে নদিয়ার ধানতলায় সাত বাংলাদেশি গ্রেফতার, পাঠানো হল আদালতে

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধনতলা থানার বরণবেড়িয়া নিরালাপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

নদিয়ার ধানতলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার সাত জন।
নিজস্ব সংবাদদাতা: রানাঘাট
  • শেষ আপডেট:৩০ জুলাই ২০২৫ ১২:১৬

বাঙালি বিতর্কের মধ্যেই নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি সন্দেহে সাত জনকে গ্রেফতার করল পুলিশ। ধনতলা থানার সীমান্তবর্তী এলাকার গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রায় দু’বছর আগে দালালের মাধ্যমে বৈধ নথি ছাড়াই ভারতে এসেছিল। আজ, বুধবার তাদের আদালতে পেশ করা হবে।

জানা গিয়েছে, ধৃত সাত জন হল আবদুল শেখ, বেবি বানু, আফরোজা শেখ (৫০), রোসানা খাতুন, সালেয়া শেখ, রুবেল শেখ, রুবেল মালঙ্গি। তাঁদের মধ‍্যে চার জন নাবালকও রয়েছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধনতলা থানার  বরণবেড়িয়া নিরালাপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃতেরা দু’বছর আগে এক ভারতীয় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এর পরে তারা গুজরাতের আহমেদাবাদে চলে যায়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। ধৃতদের বাড়ি বাংলাদেশে বলেই জানা গিয়েছে। আজ, বুধবার তাদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি ধৃতেরা কার মাধ‍্যমে এই দেশে এসেছিল, সেই দালালদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, তাঁদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্য ছাড়াও অবিজেপি রাজ‍্যগুলিতেও বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের দাবি, “তাঁরা এই রাজ্যের মানুষ। বাংলায় কথা বলার অপরাধে তাঁদের ওপর অত্যাচার চালানো হয়েছে।” 

তৃণমূলের সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল তিনি বলেছিলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলাদেশের মুসলমানদের এই রাজ‍্যে নিয়ে আসার চেষ্টা করছেন।” তিনি আরও বলেছেন, “আমি সেই সব রাজ‍্যের প্রশাসনকে বলব, সীমান্তরক্ষী বাহিনীর সাহায্য নিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হোক।” সেই আবহে রাজ‍্যে সাত জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার হওয়ায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।


Share