Accident At Nabadweep

রাস্তার পাশে থাকা গাছ ভেঙে পড়ে দুর্ঘটনা নবদ্বীপে, জখম চার জন

শনিবার রাতে নবদ্বীপ পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বেদরাপাড়া ঘুমটি রেলগেট এলাকায় ঘটনাটি ঘটেছে। দুই মহিলা-সহ চার জন জখম হয়েছেন।

বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে জখম চার জন।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট:০৬ জুলাই ২০২৫ ০৪:১২

রাস্তার পাশে থাকা গাছ উপড়ে পড়ে গুরুতর জখম হলেন দুই মহিলা-সহ চারজন।

শনিবার রাতে নবদ্বীপ পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বেদরাপাড়া ঘুমটি রেলগেট এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে নবদ্বীপে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এ দিন রাতে বেদরাপাড়া ঘুমটি রেলগেট সংলগ্ন এলাকায় একটি বড় কৃষ্ণচূড়া গাছ আচমকা ভেঙে পড়ে।

ঘটনার সময় এক ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিলেন। গাছের ডাল ভেঙে পড়ে তিনি গুরুতর জখম হন। জখম ব্যক্তির নাম প্রণব মুখ্যোপাধ্যায়। তিনি নন্দী রোড এলাকার বাসিন্দা। স্থানীয়েরা তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

গতকাল ছিল উল্টোরথ। সেই উপলক্ষে রাস্তার পাশে পাপড় বিক্রি করছিলেন স্বপ্না সরকার নামের এক স্থানীয় মহিলা। খুরশিদা বিবি নামের অপর এক স্থানীয় মহিলা পাপড় কিনতে এসেছিলেন। গাছ ভেঙে পড়ে খুরশিদা বিবি গরম তেলের ওপর পড়ে গেলে হাতের বেশ কিছুটা অংশ দগ্ধ হয়ে যায়। পাপড় বিক্রেতা স্বপ্ন সরকারও হাতে গুরুতর আঘাত পান।

এছাড়াও উল্টোরথের উপলক্ষে রাস্তার পাশে বসেছিলেন জয়ন্ত দেবনাথ নামের এক ব্যক্তি। গাছ ভেঙে পিঠে গুরুতর চোট পান। তাঁকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

গাছের ডাল ভেঙে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। প্রাথমিকভাবে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। এই ঘটনার পরে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। বেদরাপাড়া গুমটি এলাকার নবদ্বীপ থেকে পূর্ব বর্ধমান জেলার শ্রীরামপুর যাওয়ার রাস্তা মূল রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।


Share