Cyber Crime

কল‍্যানীতে সাইবার প্রতারণা মামলায় নয় জন অভিযুক্ত দোষী প্রমাণিত, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল নিম্ন আদালত

গত ২০২৪ সালে ৬ নভেম্বর রানাঘাট পুলিশের সাইবার থানায় ১ কোটি টাকার সাইবার প্রতারনার অভিযোগ দায়ের করেছিলেন কল‍্যানীর এক শিক্ষক। সেই মামলায় ন’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কল্যাণী আদালত।

নয় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের।
বিশ্ব বন্দ্যোপাধ্যায়: কল‍্যানী
  • শেষ আপডেট:১৮ জুলাই ২০২৫ ০৫:৩০

ভারতে প্রথম ডিজিটাল গ্রেফতারি করে প্রতারণা মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছিল নদিয়ার রানাঘাট আদালত। আজ, শুক্রবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত।

জানা গিয়েছে, গত ২০২৪ সালে ৬ নভেম্বর রানাঘাট পুলিশের সাইবার থানায় ১ কোটি টাকার সাইবার প্রতারনার অভিযোগ দায়ের করেছিলেন কল‍্যানীর এক শিক্ষক। অভিযোগ ছিল, সাত দিন ধরে ডিজিটাল গ্রেফতার করে তাঁর থেকে ১ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা। সেই মামলায় গতকালই ন’জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। শুক্রবার সেই মামলাতে ন’জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কল‍্যানী আদালত। এই প্রথম দেশের কোনও সাইবার প্রতারণার মামলায় অভিযুক্তদের দোষীদের সাজা দিল আদালত।

জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছিল। পুলিশ জানতে পারে, প্রতারকেরা দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। গতবছর মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাত এবং রাজস্থানের বিভিন্ন জায়গায় রানাঘাটের সাইবার পুলিশ ২৫ দিন ধরে লাগাতার অভিযান চালায়। সাইবার প্রতারণার অভিযোগে মোট ১৩ জন গ্রেফতার হয়। রাজ্য পুলিশ জানিয়েছে, তিন জনকে গুজরাত থেকে, সাত জনকে মহারাষ্ট্র থেকে এবং তিন জনকে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে একজন মহিলাও রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় মোবাইল, সিমকার্ড, একাধিক ব্যাঙ্কের পাসবুক, চেক, প্যান কার্ড-সহ একাধিক সরকারি নথি। পুলিশ জানিয়েছে, এই মামলায় অভিযুক্তদের ১০০টি অ‍্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। যার মাধ্যমেই বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছিল বলে দাবি। পাশাপাশি পুলিশ তাদের চার লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করে। এ বার সেই মামলাতেই মোট ন’জনকে দোষী সাব্যস্ত করা হল।

চলতি বছরের এপ্রিল মাসে ধৃতদের বিরুদ্ধে কল্যাণী আদালতে ২৬০০ পাতা চার্জশিট দাখিল করে পুলিশ। শুক্রবার রাজ্য পুলিশের সিআইডি জানিয়েছে, এই প্রতারণা চক্রের বিরুদ্ধে ন্যাশনাল ক্রাইম রিপোর্টিং পোর্টাল মোট ১০৮টি অভিযোগ রয়েছে। তারা প্রায় ১০০ কোটি টাকার ওপর আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। এই মামলায় মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তিন জন ভিনরাজ‍্য থেকে এসে সাক্ষ্য দিয়েছেন। তবে বাকি চার জনের বিরুদ্ধে অন‍্য মামলার তদন্ত চলছে। এই ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ছিল বলেও দাবি করেছে পুলিশ। যদিও সাইবার অপরাধ মামলায় এই প্রথম রায়দান হল বলে মনে করছে রাজ‍্য পুলিশ।


Share