Kaliganj

কালীগঞ্জের জঙ্গল থেকে উদ্ধার বিপুল পরিমাণ সকেট বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

আজ, সোমবার কালীগঞ্জের মোলান্দি গ্রাম থেকে সকেট উদ্ধার উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ৪০টি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ গিয়ে বোমাগুলি নিস্ক্রিয় করে।

কালীগঞ্জের মোলান্দি গ্রাম থেকে উদ্ধার হয়েছে সকেট বোমা।
বিশ্ব বন্দ্যোপাধ্যায়, কালিগঞ্জ
  • শেষ আপডেট:৩০ জুন ২০২৫ ০৯:৩২

কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফলের দিন মোলান্দি গ্রামে তৃণমূলের মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল তামান্না খাতুন নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রীর। সোমবার কালীগঞ্জের সেই গ্রামেরই একটি পাটের ক্ষেত থেকে সকেট বোমা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মোট ৪০টি সকেট বোমা পুলিশ উদ্ধার করেছে। এ দিন স্থানীয়েরাই সকেট বোমাগুলি দেখে পান। তাঁরাই পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জায়গাটিকে ঘিরে রাখে। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়ার্ডকে। বোম স্কোয়ার্ড ঘটনাস্থলে এসে বালতি ভর্তি বোমা উদ্ধার করে ফাঁকা জায়গায় নিয়ে যায়। জানা গিয়েছে, সেখানেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।

সোমবার কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, আগামী দিনেও এই অভিযান চলবে। তিনি বলেন, ”আগামী দিনে স্নিফার ডগ এনে গোটা গ্রামে তল্লাশি চালানো হবে।

কালিগঞ্জের মোলান্দি গ্রামে বিভিন্ন জায়গায় এখনও প্রচুর পরিমাণে বোমা মজুদ রয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শুধুমাত্র নির্বাচন নাকি নির্বাচন পরবর্তী হিংসায় ব্যবহার করার জন্য এই বিপুল পরিমাণ বোমাগুলো মজুদ রাখা হয়েছিল তা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছেন।

উপনির্বাচনের ফলাফলের দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে তামান্না খাতুন নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়। ইতিমধ্যে ন’জনকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনও অধরা রয়েছে। সোমবার সেখান থেকেই উদ্ধার হল প্রায় ৪০টি সকেট বোমা।


Share