Accident

শান্তিপুর পিকআপ ভ্যানের ধাক্কায় ভাঙল ফাস্টফুডের দোকান, বরাত জোরে প্রাণে বাঁচল কিশোর

রবিবার সকালে শান্তিপুর বড়বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।

ভেঙে গিয়েছে ফাস্টফুডের দোকান।
নিজস্ব সংবাদদাতা: শান্তিপুর
  • শেষ আপডেট:২০ জুলাই ২০২৫ ০৩:০০

ভরা বাজে পিকআপ ভ্যানের ধাক্কায় ভাঙল ফাস্টফুডের দোকান। জানা গিয়েছে, অন‍্য এক গাড়ির খালাসি পিকআপ ভ্যানের সামনের কাঁচে রড দিয়ে মারে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি দোকানে গিয়ে ধাক্কা মারে। রবিবার সকালে শান্তিপুর বড়বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। বরাত জোরে প্রাণে বেঁচেছে এক কিশোরের।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ দিন সকালে অন্য একটি গাড়ির খালাসি ঘাতক পিকআপ ভ্যানটির কাঁচে লোহার রড দিয়ে সজোরে মারে। এর ফলে চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটির ব্রেক ফেল করে সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি ছোট ফাস্টফুডের দোকানে। সেই সময় দোকানের সামনে দাঁড়িয়ে এক কিশোর কচুরি খাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অল্পের জন্য ওই কিশোর প্রাণে রক্ষা পেয়েছে। তাঁর সাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায় দোকানটিও।

যদিও ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। কেউ জখমও হননি। ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। এমন ঘটনায় পরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বাজার এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার দাবি তুলেছেন সাধারণ মানুষ।


Share