TMC Leader Heckled School Teacher

স্কুলে ঢুকে দাদাগিরি তৃণমূল কাউন্সিলরের! প্রধান শিক্ষকাকে হেনস্থার অভিযোগ

নদিয়ার রাণাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্তের বিরুদ্ধে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা থানায় অভিযোগ দায়ের করেছেন।

তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত এবং শতাব্দী সরকার (টিআইসি)।
নিজস্ব সংবাদদাতা: রানাঘাট
  • শেষ আপডেট:০৪ জুলাই ২০২৫ ০২:০৩

স্কুলের ভিতর ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

নদিয়ার রাণাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্তের বিরুদ্ধে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুরসভার কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি।

রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শতাব্দী সরকার এলাকায় সারমেয়প্রেমী হিসাবেই পরিচিত। স্কুল চত্ত্বরের আশেপাশে তিনি পথ কুকুরদের নিয়মিত খেতে দেন। জানা গিয়েছে, রাস্তার কুকুরদের খাবার দেওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিবাদ বাধে।

তৃণমূল কাউন্সিলরের দাবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নির্দিষ্ট জায়গার পরিবর্তে একাধিক জায়গায় প্লাস্টিক পেতে সারমেয়দের খেতে দিচ্ছেন। এর ফলে আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে। শতাব্দী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত স্কুলে যান। সেখানে গিয়ে তিনি রীতিমত হম্বিতম্বি এবং দাদাগিরি শুরু করেন বলে অভিযোগ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শতাব্দী সরকারের আরও অভিযোগ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তাঁর সহকর্মী এবং ছাত্রীদের সামনে অভ্যব্য আচরণ করছেন।

পরবর্তীতে তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্তের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে প্রধান শিক্ষিকা শতাব্দী সরকার রাণাঘাট থানা লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি রানাঘাট পুরসভাকেও বিষয়টি জানান তিনি।

এ দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা শতাব্দী সরকার বলেন, “আমি ব্যক্তিগতভাবে রাস্তার কুকুরদের খাওয়াই। আমার কর্মক্ষেত্রে গিয়ে ছাত্রীদের সামনে আমায় এভাবে বলায় আমি অপমানিত বোধ করছি। তাই পুরসভার চেয়ারম্যান এবং স্থানীয় থানায় অভিযোগ জানাতে বাধ্য হয়েছি।”

যদিও নিজের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত। তৃণমূল নেতা জয়দীপ দত্তের দাবি, “ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা প্রচারের আলোয় আসার জন্য এসব করেছেন।”

রাণাঘাট পুরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের দাবি, দু’জনের মধ্যে একটু তর্কাতর্কি হয়েছে। এ দিন চেয়ারম্যান বলেন, “আমি অভিযোগ পাওয়ার পরেই প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেছি। বলেছি যে, আপনি পথকুকুরদের খেতে দিন। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখতে হবে। তিনি না পারলেও আমাদের পুরসভাকে জানাতে পারেন। আমরাই ব্যবস্থা করে দেবো।“


Share