Krishnanagar Child Death

কৃষ্ণনগরের হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় রাজ্যের চিকিৎসা ব্যবস্থা

পরিবারের অভিযোগ, শিশুর শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

কৃষ্ণনগর সদর হাসপাতাল।
বিশ্ব বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগর
  • শেষ আপডেট:২৯ জুন ২০২৫ ০৮:৫৪

ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল। গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, শ্বাসকষ্ট জনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ভর্তি নেওয়া হয়নি। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে শিশুটি মারা গেলে পরিবারের লোকজনেরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন।

কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত আমঘাটা গঙ্গাবাস এলাকার বাসিন্দা বাপ্পা শেখের চার মাসের শিশুকন্যা আনিসা শেখ শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যেরা চিকিৎসার জন্য শিশুটিকে নিয়ে কৃষ্ণনগর সদর হাসপাতালে আসেন। জানা গিয়েছে, প্রাথমিকভাবে চিকিৎসকেরা শিশুটির শারীরিক অবস্থার পরীক্ষা করার পর অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরে কিছু ওষুধপত্র দিয়ে ছেড়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 

শিশুটিকে বাড়িতে নিয়ে গেলে ফের শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়।  তারপর পরিবারের সদস্যেরা ফের শিশুটিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে আসেন। কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটির মৃত্যু হয়।

এই বিষয়ে মৃত শিশুটির কাকা জাইদুল শেখ বলেন, “গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি না করে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করানোর জন্য চিকিৎসককে অনুরোধ করলেও ভর্তি নেয়নি।” এই বিষয়ে আগামীকাল সোমবার থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছে মৃত শিশুর পরিবারের সদস‍্যেরা। 


Share