Palashipara Incident

পলাশিপাড়ায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে দেহ মিলল বাঁশ বাগানে

মৃত যুবকের নাম শাহজিদআলি শেখ (২১)। তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত যুবকের নাম শাহজিদআলি শেখ।
নিজস্ব সংবাদদাতা: পলাশিপাড়া
  • শেষ আপডেট:১৬ আগস্ট ২০২৫ ১১:৩২

বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ ছিল যুবক। বাড়ির সামনেই যুবকের দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়ায়। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের নাম শাহজিদআলি শেখ। যুবকের বয়স ২১ বছর। শাহাজিদ পলাশিপাড়ার হাঁসপুকুরিয়ার বাসিন্দা। বাড়িতে স্ত্রী এবং সন্তানের সঙ্গে থাকত। শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। দেরি হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। কেন সে বাড়ি থেকে বেরিয়ে যায় তা স্পষ্ট নয়। এর পরেই পরিবারের লোকজন বাড়ির অদূরে একটি বাঁশ বাগানে যুবককে পড়ে থাকতে দেখে। ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল বলে দাবি করেছে পরিবারের লোকজন।

খবর যায় পলাশিপাড়া থানায়। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। শাহজিদের দেহ উদ্ধার করে পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পাশাপাশি তথ্যপ্রমাণ যাতে যাতে লোপাট না হয় ঘটনাস্থল পুলিশ ঘিরে দিয়েছে। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। যদিও এ দিন সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ হয়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share