Khargapur Accident

খড়্গপুর স্টেশনে দুর্ঘটনা, লোহার বিমের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল আট বছরের শিশুর

মৃত শিশুর পরিচয় জানা যায়নি। জানা গিয়েছে, শিশুটি পরিবারের সঙ্গে স্টেশনেই থাকত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খড়্গপুর স্টেশনের এখানেই দুর্ঘটনাটি ঘটেছে।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট:২০ আগস্ট ২০২৫ ১১:৪২

খড়্গপুর স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের শিশুর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। ওই স্টেশনের ৫ ও ৬ নম্বর স্টেশনের মধ্যে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বেশ করেক মাস ধরে অমৃত ভারত স্টেশনের কাজ চলছে। সেই কাজের জন্য ৫ এবং ৬ নম্বর স্টেশনের মাঝে বিশাল আকারের একটি লোহার বিম রাখা ছিল। সেই বিমটিকে ধরে খেলছিল ভবঘুরে শিশুটি। সেই সময় ঘটে বিপত্তি। লোহার বিমটি হেলে গিয়ে সোজা শিশুটির ওপর এসে পড়ে। তার তলায় পিষ্ট হয়ে যায় আট বছরের ভবঘুরে শিশুটি।

শব্দ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে রেলকর্মীরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালের নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম এখনও জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ডিএসপি এবং আইসি (জিআরপি) ঘটনাস্থলে আসেন। রেল পুলিশ জানায়, তারা শিশুটিকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সে আগেই মারা গিয়েছিল। রেল পুলিশ এ-ও জানায়, শিশুটি একটি পরিবারের সঙ্গে স্টেশনেই থাকত।

এ দিন খড়্গপুর ডিভিশনের রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, "অত্যন্ত মর্মান্তিক ঘটনা! আমরা সবদিকই খতিয়ে দেখছি। ডিএসপি এবং ওসি ঘটনাস্থলে পৌঁছে গেছেন। তারা তদন্ত শুরু করেছেন।"


Share