Huge quantity of firearms, fake notes recovered from arms factory in Murshidabad

বাড়িতেই অস্ত্র কারখানা বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের ডোমকলে, উদ্ধার বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও জাল নোট

অস্ত্র কারখানার জন্য ব্যবহার করা দু’টি হাইড্রোলিক পাইপ, পাঁচটি নর্মাল পাইপ, একটি ড্রিল মেশিন, একটি কাটিং মেশিন, একটি এয়ার ব্লোয়ার, দুটি ডাইস, একটি বড় মেটাল শিটও আটক করেছে পুলিশ। এইসব সরঞ্জাম উদ্ধার থেকেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরির কারখানা চলছিল।

উদ্ধার হওয়া অস্ত্র।
নিজস্ব সংবাদদাতা: ডোমকল
  • শেষ আপডেট:০২ জুলাই ২০২৫ ১১:০৮

বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার জনবসতিতেই মিলল অস্ত্র তৈরির কারখানা। মুর্শিদাবাদের ডোমকল থানার গড়াইমারি এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র কারখানার খোঁজ পেয়েছে। অস্ত্র কারখানার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সিরাজ মণ্ডল। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং জাল নোট।

পুলিশ জানিয়েছে, অভিযানে একটি রাইফেল, পাইপগান, তৈরি করা হচ্ছিল এমন চারটি পাইপগান, একটি বন্দুক। এ ছাড়াও মোট ১২ রাউন্ড গুলি ও একটি কার্তুজ সহ অস্ত্র তৈরির একাধিক যন্ত্রপাতি উদ্ধার হয়েছে।

অস্ত্র কারখানার জন্য ব্যবহার করা দু’টি হাইড্রোলিক পাইপ, পাঁচটি নর্মাল পাইপ, একটি ড্রিল মেশিন, একটি কাটিং মেশিন, একটি এয়ার ব্লোয়ার, দুটি ডাইস, একটি বড় মেটাল শিটও আটক করেছে পুলিশ। এইসব সরঞ্জাম উদ্ধার থেকেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরির কারখানা চলছিল। শুধু তাই নয়, ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৪০ হাজার টাকার জাল ভারতীয় নোট।

ধৃত ব্যক্তিকে জেরা করে এই অস্ত্র ও জাল টাকার নোটের বিষয়ে বিস্তারিত জানতে চাইছে পুলিশ। অস্ত্র ও জাল নোটের উৎস কী এবং কোথায় তা সরবরাহ হত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় বড়সড় চক্র জড়িত থাকতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃত ব্যক্তিকে আজ, বৃহস্পতিবার আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ।


Share