Bank Looted

ভরসন্ধ্যায় চাকদহের বেসরকারি ব্যাঙ্কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ টাকা-সোনা, ঘটনাস্থলে এল পুলিশ

মঙ্গলবার সন্ধ্যায় চাকদহে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চাকদহের এই ব‍্যাঙ্কে ঘটনাটি ঘটেছে।
নিজস্ব সংবাদদাতা, চাকদহ
  • শেষ আপডেট:২০ আগস্ট ২০২৫ ১২:৫৮

ভরসন্ধ্যায় আগ্নেয়াস্ত্র-সহ বেসরকারি ব্যাঙ্কে ঢুকল একদল দুষ্কৃতী। এর পরে টাকা ও সোনা লুঠ করে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। মঙ্গলবার নদিয়ার চাকদহে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছোয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার চাকদহের লালপুরের বনগাঁ রোডের রাস্তার ধারে একটি বেসরকারি ব্যাঙ্কে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দু’জন দুষ্কৃতী ব‍্যাঙ্কে ঢোকে। তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি। সেই সময় ব‍্যাঙ্কে উপস্থিত থাকা কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। দরজা বন্ধ করে অবাধে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সুত্রের খবর, বাইরেও দু’জন অপেক্ষা করছিল। এর পরেই তারা ব‍্যাঙ্কের বেরিয়ে শাটার নামিয়ে দিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে, ওই বেসরকারি ব‍্যাঙ্ক থেকে আনুমানিক আট কোটি টাকার গয়না লুঠ হয়েছে।

জনবহুল এলাকায় ব‍্যাঙ্ক লুঠের খবর সামনে আসার পরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। তারা বাইরে থেকে বন্ধ করা শাটার খোলেন। তার পরে একে একে কর্মীদের বের করা হয়। 

এ দিন রানাঘাট পুলিশ জেলার সুপার আশীষকুমার মৌর্য ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, “এই ব‍্যাঙ্কে সোনা বন্ধক রেখে ঋণ দেওয়া হয়। দু’জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় সন্ধ্যাবেলায় প্রবেশ করে। কত টাকা মূল্যের জিনিস লুঠ হয়েছে সে ব্যাপারে এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।” জানা গিয়েছে, ব‍্যাঙ্ক এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ব‍্যাঙ্কের কর্মীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।


Share