Allegations of Sexual Assault

নাবালিকাকে যৌনহেনস্থার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে, অভিযুক্ত তৃণমূলের এসি-ওবিসি সেলের শহর সভাপতি

২ জুলাই ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। আজ, সোমবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়।

অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের এসসি- ওবিসি সেলের শহরের সভাপতি।
নিজস্ব সংবাদদাতা: তাহেরপুর
  • শেষ আপডেট:০৭ জুলাই ২০২৫ ০২:১০

সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌনহেনস্থার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার।

নদিয়ায় তাহেরপুরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম দীপঙ্কর সরকার। দীপঙ্কর শহর তৃণমূলের এসসি- ওবিসি সেলের সভাপতিও। জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতা বীরনগর পুরসভার অস্থায়ী কর্মী। তিনি নিগৃহীতার গৃহশিক্ষক ছিলেন বলে জানা গিয়েছে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

নির্যাতিতার পরিবার সূত্রের খবর, গত ২ জুলাই প্রতিদিনের মতোই দীপঙ্কর সরকারের বাড়িতে পড়তে গিয়েছিল সপ্তম শ্রেণির ওই নাবালিকা ছাত্রী। অভিযোগ, ঘটনার দিন ব্যাচের অন্যান্য ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু ওই ছাত্রীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে অভিযুক্ত। এর পরেই ঘর ফাঁকা হয়ে গেলে ওই নাবালিকার সঙ্গে যৌনহেনস্থা করে দীপঙ্কর।

গতকাল রবিবার নির্যাতিতার পরিবার তরফে তাহেরপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই দীপঙ্কর সরকারকে গ্রেফতার করেছে। আজ, সোমবার তাকে রাণাঘাট মহকুমা আদালতে পেশ হয়।

এ দিন নির্যাতিতার মা বলেন, “গত ২ জুলাই সবাই চলে যাওয়ার পরে আমার মেয়ের সঙ্গে কথা আছে বলে দাঁড় করায়। তার পরেই আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে। চিৎকার করে সেখান থেকে আমার মেয়ে বেরিয়ে আসে। বাড়িতে এসে ঘটনার কথা আমায় জানায়।” এর আগেও ওই তৃণমূল নেতা অন্যান্য মহিলাদের সঙ্গে অভ্যব্য আচরণ করেছেন বলেও অভিযোগ করেছেন নির্যাতিতার মা। তিনি বলেন, “যেহেতু ওই গৃহশিক্ষক রাজনীতি করেন, তাই আমি প্রথমে ভয় পেয়েছিলাম। পরে থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি।”

এই ঘটনার খবর সামনে আসার পরেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সোমবার বীরনগর পুরসভার বিজেপি কাউন্সিলর সুজন বালা বলেন, “কসবার ঘটনার পরেও কোনও শিক্ষা নেয়নি তৃণমূল। আমি অনুরোধ করছি তৃণমূল নেতাদের বাড়ির সামনে আসতে দেবেন না। যদি আসে তাহলে ঝাঁটা পেটা করে দেবেন। বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।”


Share