Subhendu at the house of murdered BJP worker

নবদ্বীপে নিহত বিজেপি কর্মীর বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলেন সুবিচারের আশ্বাস

দিন কয়েক আগে নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে পিটিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি বলেও অভিযোগ ওঠে। পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে বলেও বিজেপি নেতাদের অভিযোগ।

নবদ্বীপে নিহত বিজেপি কর্মীর বাড়িতে শুভেন্দু অধিকারী।
বিশ্ব বন্দ‍্যোপাধ‍্যায়, নবদ্বীপ
  • শেষ আপডেট:২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৯

তৃণমূল কর্মীদের হাতে নদিয়ার নবদ্বীপের নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন রাজ‍্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিহত বিজেপি কর্মীর অসুস্থ বৃদ্ধ বাবা সুকুমার ভৌমিকের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন শুভেন্দু। সঞ্জয়ের হত‍্যায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। আদালতের মাধ‍্যমে পরিবারের সদস্যদের বিচার দেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু।
স্থানীয় প্রশাসন ব‍্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ার কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা। শুধু তাই নয় কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার কে অমরনাথ’কে নিয়ে একাধিক অভিযোগ করেন শুভেন্দু। অভিযুক্ত তৃণমূল কর্মীদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবিও জানান তিনি। 
উল্লেখ্য, দিন কয়েক আগে নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে পিটিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা নবদ্বীপ। 
যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল। কিন্তু বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি বলেও অভিযোগ ওঠে। পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে বলেও বিজেপি নেতাদের অভিযোগ। 
আজ, সোমবার নিহত বিজেপি কর্মীর বাড়িতে এসে রাজ্যের শাসক দল এবং জেলা পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কর্মী খুনের ঘটনার প্রতিবাদে নবদ্বীপ বড়াল ঘাটে সভার আয়োজন করা হয়। সেই সভাতেও বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী-সহ দলের রাজ্য ও জেলার নেতারা।


Share