SIR is Semifinal Told Suvendu Adhikari

এসআইআর ‘সেমিফাইনাল’, বিজেপি নেতা-কর্মীদের মাঠে নামানোর জন্য ভোকাল টনিক শুভেন্দু অধিকারীর

এসআইআর নিয়ে বিজেপি নেতা-কর্মীদের আরও বেশি করে বুথমুখী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে এসআইআর-কে হাতিয়ার করে কর্মীদের যে মাঠে নামাতে চাইছে রাজ‍্য বিজেপি নেতৃত্ব, তা শুভেন্দুর কথায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ধর্মতলার মঞ্চে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী।
বৈশালী কর্মকার, কলকাতা
  • শেষ আপডেট:০৬ অক্টোবর ২০২৫ ১২:২৫

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কবে থেকে শুরু হবে, তা চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এসআইআর বিধানসভা ভোটের ‘সেমিফাইনাল’। ধর্মতলার মঞ্চ থেকে সেটাকেই হাতিয়ার করে নেতা-কর্মীদের মাঠে নামার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। 

দুর্গাপুজোর শুরুতে কলকাতায় ভারী বৃষ্টির জেরে শহর কলকাতা জলের নীচে চলে যায়। সেই বিপর্যয়ের জেরে বিদ‍্যুৎপিষ্ট হয়ে প্রাণ হারান ১২ জন। তার প্রতিবাদে রবিবার  দুপুরে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিজেপি মিছিল করে। সেখানে একটি ছোট সভার আয়োজন করা হয়। সেই সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “এ বার রাজ‍্যে দু’টি ভোট। অক্টোবর মাসেই এসআইআর হবে।” সেই সভা থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-কে শুভেন্দু ‘সেমিফাইনাল’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “নিজের বুথে অতন্দ্র প্রহরীর মতো থাকবেন। সব মৃত ভোটারদের নাম কাটাবেন। না কাটলে আমায় জানাবেন। সব বাংলাদেশি মুসলমানদের নাম বাদ দিতে হবে। রাজি?”

সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনের জন‍্য পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক নির্বাচিত করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব-কে সেই দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবির। দশমীর পর দিনেই তারা রাজ্যে এসে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বিজেপি সুত্রের খবর, সেই বৈঠকে বিধানসভার কেন্দ্রভিত্তিক আলোচনা হয়। এর পাশাপাশি এসআইআর নিয়ে বিজেপি নেতা-কর্মীদের আরও বেশি করে বুথমুখী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে এসআইআর-কে হাতিয়ার করে কর্মীদের যে মাঠে নামাতে চাইছে রাজ‍্য বিজেপি নেতৃত্ব, তা শুভেন্দুর কথায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এ দিন যথেষ্ট আত্মবিশ্বাসী বলে মনে হয়েছে রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বিজেপির কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি আপনাকেও করে দেখাতে হবে। আমি আবার করে করে দেখব ভবানীপুরে। নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারাব।” বিহারের পর পশ্চিমবঙ্গেও প্রায় এক কোটি ভোটার নাম বাতিল হবে বলে দাবি করেন বিরোধী দলনেতা।


Share