CM Visited Disaster Affected Areas of North Bengal

‘ভুটানও ক্ষতিপূরণ দিক’ নাগরাকাটার দুর্যোগকবলিত এলাকায় গিয়ে দাবি মমতার, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে

যাঁদের কৃষিজমি নষ্ট হয়েছে, তারা শস্য বিমার টাকা পাবেন। শুধু তা-ই নয়, যাদের নথিপত্র হারিয়েছে কিংবা জলে নষ্ট হয়ে গিয়েছে, তাদের জন্য বিশেষ ক্যাম্পেরও ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। যাদের যা যা নথি হারিয়েছে, তার তালিকা তৈরি করে দিলেই সংশ্লিষ্ট নথির প্রতিলিপি বা ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ‍্য সরকার।

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, নাগরাকাটা
  • শেষ আপডেট:১৪ অক্টোবর ২০২৫ ১২:৫৮

ভুটানের জলেই উত্তরবঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটেছে। ওদেরকেও ক্ষতিপূরণ দেওয়া উচিত! সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগকবলিত এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। ত্রাণসামগ্রী বিলি করার পাশাপাশি মৃতদের পরিবারের এক জন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দিলেন মমতা।

বামনডাঙা থেকে মমতা বলেন, ‘‘আমরা অনেক দিন ধরে বলছি ইন্দো-ভুটান নদী কমিশন গড়া হোক। তার সদস্য করা হোক পশ্চিমবঙ্গকে। ভুটানের জলেই এত বড় ঘটনা ঘটেছে। আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক।’’ এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ‘‘সবটাই তো আমাদের করতে হয়। দিল্লি এক পয়সাও দেয় না।’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের চাপে আগামী ১৬ অক্টোবর কেন্দ্র এই সংক্রান্ত একটি বৈঠক ডেকেছে। সেই বৈঠকে রাজ্য থেকে এক আধিকারিককে পাঠানো হবে বলে জানিয়েছেন মমতা। যদিও বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হবে, সে সব স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখে গত বুধবারই কলকাতায় ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিন পর, রবিবার ফের তিনি উত্তরবঙ্গে গিয়েছেন। রবিবার আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গার পরিস্থিতি ঘুরে দেখেন মমতা। সোমবার সকালে নাগরাকাটার উদ্দেশে রওনা দেন। প্রথমেই বামনডাঙায় যান মমতা। সেখানে মোট সাত জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। দুর্যোগের কারণে এলাকাবাসীদের যা যা ক্ষয়ক্ষতি হয়েছে, সে সব রাজ্য সরকার পূরণ করে দেবে বলেও তাদের আশ্বাস দিয়েছেন তিনি।

এ ছাড়াও, সাত জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার সময় মমতা বলেন, ‘‘যাঁরা মারা গিয়েছেন, তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছি। একটা করে চাকরি দেব বলেছিলাম, তারও ব্যবস্থা হয়ে গিয়েছে। তারা আজই চাকরির নিয়োগপত্র পেয়ে যাবেন।’’ নাগরাকাটার যে সেতু পেরিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতেন, সেখানে লোহার একটি অস্থায়ী ছোট সেতুও তৈরি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা। দুর্যোগে যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে, তাঁদের ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা। 

এর পাশাপাশি যাঁদের কৃষিজমি নষ্ট হয়েছে, তারা শস্য বিমার টাকা পাবেন। শুধু তা-ই নয়, যাদের নথিপত্র হারিয়েছে কিংবা জলে নষ্ট হয়ে গিয়েছে, তাদের জন্য বিশেষ ক্যাম্পেরও ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। যাদের যা যা নথি হারিয়েছে, তার তালিকা তৈরি করে দিলেই সংশ্লিষ্ট নথির প্রতিলিপি বা ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ‍্য সরকার।


Share