Election Commission of India

অতিরিক্ত এবং যুগ্ম রাজ‍্য মুখ‍্য নির্বাচনী আধিকারিক পদে নাম চূড়ান্ত করল নির্বাচন কমিশন, ডেপুটি সিইও পদের জন্য ফের তালিকা পাঠানো নির্দেশ

অতিরিক্ত সিইও পদের জন্য পাঠানো হয়েছিল রত্নাকর রাও, এস অরুণ প্রসাদ এবং গোদালাকিরণ কুমার নাম। যুগ্ম সিইও পদের জন্য প্রস্তাবিত হয়েছিল সাদ্দাম নাভাস, হরিশঙ্কর পানিক্কর এবং অভিজিৎ তুকারাম। ডেপুটি সিইও পদের জন্য পাঠানো হয়েছিল ভাস্কর পাল, তানিয়া পারভিন এবং রিজওয়ান আহমেদের নাম।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৩ অক্টোবর ২০২৫ ১১:৪৯

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শীর্ষপদে রদবদল। নতুন অতিরিক্ত চিফ ইলেক্টোরাল অফিসার এবং যুগ্ম চিফ ইলেক্টোরাল অফিসার পদে নিয়োগের জন্য নাম চূড়ান্ত করল নির্বাচন কমিশন। নতুন অতিরিক্ত সিইও পদে যোগ দিতে চলেছেন এস অরুণ প্রসাদ। যুগ্ম সিইও পদে যোগ দিচ্ছেন হরিশঙ্কর‌ পানিক্কর।

রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এই মাসেই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও এবং ডেপুটি সিইও পদে নিয়োগের জন্য রাজ‍্য মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই মর্মে রাজ‍্যে সরকার তিনটি পদের জন্য মোট ন’টি নাম নির্বাচন কমিশনে পাঠিয়েছিল।

অতিরিক্ত সিইও পদের জন্য পাঠানো হয়েছিল রত্নাকর রাও, এস অরুণ প্রসাদ এবং গোদালাকিরণ কুমার নাম। যুগ্ম সিইও পদের জন্য প্রস্তাবিত হয়েছিল সাদ্দাম নাভাস, হরিশঙ্কর পানিক্কর এবং অভিজিৎ তুকারাম। ডেপুটি সিইও পদের জন্য পাঠানো হয়েছিল ভাস্কর পাল, তানিয়া পারভিন এবং রিজওয়ান আহমেদের নাম। রাজ‍্য নাম পাঠালেও নির্বাচন কমিশনের কাজ ছিল, বিবেচনা করে তাতে চুড়ান্ত অনুমোদন দেওয়া।

জানা গিয়েছে, নির্বাচন কমিশন রাজ্যের পাঠানো নামগুলির মধ্যে অতিরিক্ত সিইও পদে ২০১১ ব্যাচের আইএএস আধিকারিক এস অরুণ প্রসাদে নিয়োগ করা হয়েছে। এর আগে অরুণ নদিয়ার জেলাশাসক ছিলেন। এর পাশাপাশি যুগ্ম সিইও পদের জন্য ২০১৩ সালের ব্যাচের আইএএস অফিসার হরিশঙ্কর‌ পানিক্করকে নিয়োগ করা হয়েছে। এর আগে হরিশঙ্কর অর্থ দফতরের বিশেষ সচিব পদে কর্মরত ছিলেন। উল্লেখ্য, অনীশ দাসগুপ্তকে নদিয়ার জেলাশাসক পদে নিয়োগ করেছে নবান্ন। অনীশ এর আগে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কর্মরত ছিলেন।

অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইও পদে রাজ্যের পাঠানো নামে সিলমোহর দিলেও ডেপুটি সিইও পদে কাউকে নিয়োগ দেয়নি দিল্লি। সেই মর্মে নতুন করে প্যানেল পাঠাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, ওই তালিকায় অন্তত তিনজন এমন অফিসারের নাম থাকতে হবে, যাঁদের নির্বাচনী কাজে উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। চিঠিতে স্পষ্ট করে এ-ও জানানো হয়েছে, অবিলম্বে এই নির্দেশ মেনে চলতে হবে। নবান্ন সুত্রের খবর, কমিশনের নির্দেশ অনুযায়ী দ্রুত নতুন প্যানেল পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।


Share