BJP Protest At Durgapur

গণধর্ষণ-কান্ডের প্রতিবাদ দুর্গাপুরে, ধর্ণামঞ্চ খুলতে এলে পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের, নির্যাতিতার বাবাকে নিয়ে পৌঁছোলেন শুভেন্দু

পুলিশ সূত্রের খবর, সকলের ডিএনএ পরীক্ষা করা হবে। এর পাশাপাশি সোমবারই সকল ধৃতদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হতে পারে। ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলে জানা গিয়েছে। এ ছাড়াও, ওড়িশা মহিলা কমিশনের চেয়ারম্যান শোভনা মোহন্তির হাসপাতালে আসার কথা রয়েছে।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ।
বৈশালী কর্মকার, দুর্গাপুর
  • শেষ আপডেট:১৩ অক্টোবর ২০২৫ ০৩:০৯

আইকিউ সিটি মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে সোমবার দুর্গাপুরে ধর্নায় বসেছে বিজেপি। সেই ধর্নামঞ্চ খুলতে আসায় পুলিশের সঙ্গে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে বিবাদ বেধে যায়। যদিও পুলিশ শেষ পর্যন্ত ধর্না মঞ্চ খুলতে পারেননি। পরে সেখানে হাজির হন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার সঙ্গে ছিলেন ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রীর বাবাও।

সোমবার দুর্গাপুর সিটি সেন্টারে বাইরে দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে ধর্নামঞ্চ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা-কর্মীরা। বেলার দিকে সেখানে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, পুলিশ বিজেপির নেতা-কর্মীদের ধর্নামঞ্চ খুলে ফেলতে বলে। এর পরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। শুরু হয় বিক্ষোভ। নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। পরে সেখানে যান বিরোধী দলনেতা শুভেন্দু। 

এ দিন বিরোধী দলনেতার সঙ্গে নির্যাতিতার বাবাকেও দেখা যায়। তাকে সঙ্গে নিয়েই ধর্নামঞ্চের দিকে আসেন। বিরোধী দলনেতা হুশিয়ারি, “এ সব কর্মসূচির জন্য অনুমতির দরকার পরে না। ক্ষমতা থাকলে একটা চেয়ার সরিয়ে দেখান।” বিজেপির নেতা কর্মীদের কথায়, নির্যাতিতার বাবা তার মেয়েকে ওড়িশায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। এর আগে দুর্গাপুরের ঘটনায় তৃণমূল-যোগের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, এক অভিযুক্তের বাবা তৃণমূলে ক‍্যাডার। এ ছাড়াও, দুর্গাপুরের গণধর্ষণ-কান্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

প্রসঙ্গত, দুর্গাপুরের বেসরকারি মেডিকেলের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় রবিবার সকালে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম অপু বাউড়ি, শেখ রিয়াজুদ্দিন, ফিরদৌস শেখ। সেই মামলায় সোমবার সকালে শেখ নাসিরউদ্দিন নামে দুর্গাপুর পুরসভার এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পরে শেখ সফিকুল আরও এক জনকে গ্রেফতার করে। এই মামলায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার শেখ নাসিরুদ্দিন এবং শেখ সফিকুলকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। 

পুলিশ সূত্রের খবর, সকলের ডিএনএ পরীক্ষা করা হবে। এর পাশাপাশি সোমবারই সকল ধৃতদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হতে পারে। ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলে জানা গিয়েছে। এ ছাড়াও, ওড়িশা মহিলা কমিশনের চেয়ারম্যান শোভনা মোহন্তির হাসপাতালে আসার কথা রয়েছে। নির্যাতিতার সঙ্গে দেখা করার কথা। 


Share