Rail Accident

গবাদি পশু নিয়ে ফেরার পথে লাইন পারাপার করার সময় দুর্ঘটনা জগৎবল্লভপুরে, ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া–আমতা শাখায় দুর্ঘটনাটি ঘটে। মাজু স্টেশনের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় রমা সাঁতরা নামে এক মহিলার মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনটি গরুরও মৃত্যু হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১২:২৭

মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। জানা গিয়েছে, গবাদি পশু নিয়ে তিনি লাইন পারাপার করার চেষ্টা করছিলেন। ট্রেনের ধাক্কায় তিনটি গরু মারা গিয়েছে। 

বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টে নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া–আমতা শাখায়। ঘটনাটি ঘটে। মৃতের নাম রমা সাঁতরা। এ দিন তিনি মাঠ থেকে তিনিটি গরু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। মাজু স্টেশনের কাছে লাইন পারাপার করতে গেলে আচমকাই একটি তিন কামরার ট্রেন চলে আসে। প্রথমে ট্রেনের ধাক্কায় তিনটি গরু ছিটকে পড়ে। গরুগুলিকে বাঁধা দড়ির ছিল মহিলার হাতে। প্রবল টানে তিনিও ট্রেনের নীচে চলে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

নিহত মহিলার রমা সাঁতরা জগৎবল্লভপুরের মাজু এলাকার বাসিন্দা। অন‍্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়েরা ঘটনাস্থলে ভিড় জমান। পরে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা সেখানে পৌঁছোয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।


Share