Water Crisis At Howrah

পদ্মপুকুর জল শোধনাগারে যন্ত্র বিকল, পরপর দু’দিন বন্ধ থাকবে পানীয় জলের পরিষেবা, ভোগান্তি হাওড়ায়

নতুন বছরের শুরুতেই জলকষ্টে হাওড়া। পদ্মপুকুর জল শোধনাগারে জরুরি মেরামতির জেরে ২ ও ৩ জানুয়ারি পুরসভার একাধিক ওয়ার্ডে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, ভোগান্তির আশঙ্কা বাসিন্দাদের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৪:৫৮

বছরের শুরুতেই পানীয় জল সরবরাহ নিয়ে সমস্যার মুখে হাওড়াবাসী। আগামী ২ ও ৩ জানুয়ারি হাওড়া পুরসভার একাধিক এলাকায় পানীয় জলবন্টন পরিষেবা সাময়িক ভাবে বন্ধ থাকবে।

হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মপুকুর জল শোধনাগারের ভিতরে কিছু যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় কেএমডিএ-র ‘ফাস্ট অ্যাক্টিং ওয়াটার সাপ্লাই’ ইউনিট জরুরি মেরামত ও সংস্কারের কাজ করবে। এই কাজের জেরে শুক্রবার, ২ জানুয়ারি ও শনিবার, ৩ জানুয়ারি হাওড়া পুরসভার অন্তর্গত ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কিছু অংশ এবং ৪৫ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ওই দু’দিন জল পরিষেবায় বিঘ্ন ঘটবে। তবে বাসিন্দাদের অসুবিধা কমাতে বিভিন্ন এলাকায় পানীয় জলের ট্যাঙ্ক বসানো হবে।

উল্লেখ্য, পদ্মপুকুর জল শোধনাগার হাওড়া শহরের পানীয় জলের অন্যতম প্রধান উৎস। এই প্ল্যান্টের প্রতিদিন প্রায় ৯০ মিলিয়ন গ্যালন জল শোধনের ক্ষমতা রয়েছে। হাওড়া শহরের বালি-সহ মোট ৬৫টি ওয়ার্ডে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হয়। তবে গত কয়েক মাসে একাধিক বার বিভিন্ন এলাকায় পানীয় জল সংকটের অভিযোগ উঠেছে।


Share