Narendra Modi

ঘন কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারল না মোদীর হেলিকপ্টার, ফিরে এলো কলকাতায়, প্রিয় নেতাকে দেখতে সভাস্থলে কাতারে কাতারে মানুষ

এ দিন প্রধানমন্ত্রীকে দেখতে সভাস্থলের ভীড় জমান কাতারে কাতারে বিজেপির কর্মীরা। প্রিয় নেতার ভাষণ শুনতে ব‍্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলে ভেঙে যায়। ঘটনাচক্রে, ওই গেটের কাছে বিজেপির কোনও নেতার দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন কেউ কেউ। এই সময়ের মধ‍্যে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর একবার এসে সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০২:১৪

নদিয়ার তাহেরপুরে জনসভায় যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নির্ধারিত সময় মতো কলকাতা থেকে বায়ুসেনার বিমানে রওনা দেন। কিন্তু সেখানে ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার নামতে পারেনি। ফিরে আসতে হয় কলকাতায়। সেখানেই অডিও বার্তা দেওয়ার কোথা ঠিক হয়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান। সেখান থেকে ১১টা ১৩ মিনিট নাগাদ বায়ুসেনার কপ্টারে নদিয়ার তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সেখানে পৌঁছলেও নামতে পারেননি। ঘন কুয়াশার কারণে সোজা কলকাতা বিমানবন্দরে চলে আসেন। ঠিক হয় সেখানেই ডেক্স এবং পোডিয়াম দিয়ে তাহেরপুরে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। পরে সেখান থেকেই বক্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।

ঘন কুয়াশার কারণে তিনি সেখানে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না তা নিয়ে কর্মী-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এর পাশাপাশি সকালে ট্রেন দুর্ঘটনায় মৃত এবং জখমদের জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন। তার পরেই বক্তব্য শুরু করেন।

এ দিন প্রধানমন্ত্রীকে দেখতে সভাস্থলের ভীড় জমান কাতারে কাতারে বিজেপির কর্মীরা। প্রিয় নেতার ভাষণ শুনতে ব‍্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলে ভেঙে যায়। ঘটনাচক্রে, ওই গেটের কাছে বিজেপির কোনও নেতার দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন কেউ কেউ। এই সময়ের মধ‍্যে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর একবার এসে সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন।


Share