American Citizen Admitted to Hospital

বিমানবন্দরে ২ নম্বর গেটের বাইরে থেকে অচৈতন্য অবস্থায় আমেরিকার নাগরিককে উদ্ধার, ভর্তি করা হল আরজি কর মেডিকেলে

যুবকের নাম কাওমি ডেজবান (২৬)। ওই যুবক কার কাছে এসেছিল, বিমানবন্দরে নেমে কার সাথেই বা দেখা করেছে, সেই দিকটাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ০১:১০

কলকাতা বিমানবন্দরে ২ নম্বর গেটের বাইরে ড্রেনের পাশ থেকে বিদেশি নাগরিককে উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই যুবক আমেরিকার নাগরিক। শনিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করে আপাতত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

যুবকের নাম কাওমি ডেজবান (২৬)। শনিবার ভোর ৪টে নাগাত স্থানীয়েরা কলকাতা বিমানবন্দরের ২ গেটের বাইরে ড্রেনের ধারে পড়ে থাকতে দেখেন। এর পরেই দমদম থানায় খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে দমদম পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা পরামর্শে পরে আরজি কর মেডিকেলে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রের খবর, তাঁর কাছ থেকে শুধু পাসপোর্ট পাওয়া গিয়েছে। আশেপাশে কোনও ব‍্যাগ বা অন‍্য ব‍্যক্তিগত জিনিসপত্র কিছু মেলেনি। সেই পাসপোর্টে আমেরিকার নিউ ইয়র্কের ঠিকানা লেখা আছে। পুলিশ আমেরিকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে বলে খবর।

পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে জিনিসপত্র নিয়ে কেউ বা কারা নিয়ে চলে গিয়েছে। লুঠের উদ্দেশ্যে যুবককে মাদক জাতীয় কিছু খাওয়ানো হয়ে থাকতে পারে। আবার প্রতারণার উদ্দেশ্যে পানীয়তে বা খাবারে নেশাদ্রব‍্য পদার্থ মিশিয়ে দিয়েছে। যদিও তদন্ত সম্পূর্ণ না হলে, ঠিক কী হয়েছিল, তা স্পষ্ট হবে না বলে জানিয়েছে তাঁরা। তবে যুবকের এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। হাসপাতালে তাঁর নিরাপত্তার জন্য একজনকে সর্বক্ষণ রাখা হয়েছে।

ওই যুবক কার কাছে এসেছিল, বিমানবন্দরে নেমে কার সাথেই বা দেখা করেছে, সেই দিকটাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজও চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। 


Share