Road Accident

নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আশঙ্কাজনক দুই

শনিবার বার নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত দু'জন। গুরুতর জখম আরও দু’জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ফুলিয়া
  • শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১০:৪৪

নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। শনিবার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের একজনের নাম উত্তম রাজবংশী (৫৮)। তিনি শান্তিপুর থানার বেলঘরিয়া এলাকার বাসিন্দা। অপর নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ঘটনাস্থলের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে একটি কাটা রুট রয়েছে। সেখান দিয়ে সার্ভিস রোড থেকে অনেক যানবাহন মূল সড়কে ওঠানামা করে। শনিবার একটি বাইক ওই কাটা রুট ধরে মেন রোডে উঠছিল। তখনই জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে আসছিল আরেকটি বাইক। সেই সময়েই দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে বাইক আরোহীরা ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনার পর জাতীয় সড়কের উপর রক্তে ভেসে যায় এলাকা। চারজন বাইক আরোহী রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যাওয়ার পথেই আরও একজন মারা যান। আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 প্রত্যক্ষদর্শীরা উত্তম রাজবংশীকে চিনতে পারলেও অপর নিহত যুবকের পরিচয় জানা যায়নি। জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে বাইকে থাকা এক আরোহীর অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকের গতি এতটাই বেশি ছিল যে সংঘর্ষের পর আরোহীরা ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ হাত দূরে ছিটকে পড়েন। দুর্ঘটনায় দুই বাইকই সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় জানারও চেষ্টা চলছে।


Share