Accident Death

পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু দুই

স্থানীয় সূত্রের খবর, দুই বাইক আরোহী সুরজিৎ মন্ডল (২৪) ও রনিত বিশ্বাস (১৯) কাটোয়া থেকে দেবগ্রামের দিকে যাচ্ছিল। দেবগ্রাম ফাঁড়ির অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কে অপরদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বাইকটিকে সজরে ধাক্কা মারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কালিগঞ্জ
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৪:২০

পিকআপ ভ্যান ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু দুই মোটর বাইক আরোহীর। সোমবার সকালে নদিয়ার কালিগঞ্জ থানার দেবগ্রাম ফাঁড়ির অন্তর্গত চকবেগ মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় শোকোস্তব্ধ গোটা পরিবার। 

স্থানীয় সূত্রের খবর, দুই বাইক আরোহী সুরজিৎ মন্ডল (২৪) ও রনিত বিশ্বাস (১৯) কাটোয়া থেকে দেবগ্রামের দিকে যাচ্ছিল। দেবগ্রাম ফাঁড়ির অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কে অপরদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বাইকটিকে সজরে ধাক্কা মারে। প্রচন্ড আঘাতে ছিটকে গিয়ে পরে দুই বাইক আরোহী। 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই দুই যুবককেগুরুতর আহত অবস্থায় দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুজনেই কালিগঞ্জের জুরানপুর এলাকার বাসিন্দা। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দুই যুবকের।

ঘটনার তদন্ত শুরু করেছে দেবগ্রাম ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রের খবর, পিকআপ ভ্যানটিকে ধরা গেলেও চালককে ধরা যায়নি। পলাতক চালককে পুলিশ খোঁজার চেষ্টা করছে।


Share