Sisters Found Dead in Sodepur

সোদপুরের ফ্ল্যাট থেকে জোড়া মৃতদেহ উদ্ধার, দু’বোনের রহস‍্যমৃত্যুর তদন্ত শুরু করল পুলিশ

সোদপুরে এক ফ্ল্যাট থেকে দুই বোনের নিথর দেহ উদ্ধার। বেশ কয়েকদিন ধরে তাঁদের দেখা না মেলায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর খড়দহ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাট থেকে দুই বোনের দেহ উদ্ধার করে। তদন্তে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে খড়দহ থানার পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সোদপুর
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৫:৪০

উত্তর ২৪ পরগনার সোদপুরে এক ফ্ল্যাট থেকে দুই বোনের নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে হরিশচন্দ্র দত্ত রোডের একটি ফ্ল্যাট থেকে দেহ দু’টি উদ্ধার করে পুলিশ। মৃত দুই বোনের নাম সবিতা দত্ত চট্টোপাধ্যায় (৬১) ও কণিকা দত্ত (৫৭) বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই ফ্ল্যাটে থাকতেন দুই বোন। প্রতিবেশীদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না তাঁদের। বেশ কয়েকদিন ধরে তাঁদের দেখা না মেলায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর খড়দহ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাট থেকে দুই বোনের দেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। অসুস্থতার কারণে মৃত্যু, না কি অনাহারজনিত কোনও সমস্যা, কিংবা অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে খড়দহ থানার পুলিশ।


Share