Minor Rape

হুগলিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে, শাসক-বিরোধী তরজা তুঙ্গে

বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, “এরা তৃনমূল করে বলে মনে করেছে যা খুশি তাই করব। ওদের দলের নেত্রী কাল ফাইন নিয়ে চলে এলেন। এইসব দেখেই নীচু তলার কর্মীরা উৎসাহ পাচ্ছে।”

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৬:৫৯

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের যুব নেতা। ঘটনাটি ঘটেছে, হুগলির উত্তরপাড়ায়। অভিযুক্তের নাম দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই। নিজেকে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে, ষোল বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীপঙ্কর ও তাঁর দু'ই বন্ধুর মিলে বৃহস্পতিবার সন্ধ্যায় হিন্দমোটরের বন্ধ কারখানার ভিতর গিয়েছিল। সেখানে সোনাই ও তার দুই বন্ধু ওই নাবালিকাকে ধর্ষন করে বলে অভিযোগ। অভিযোগ, তৃনমূলের বিভিন্ন কর্মসূচীতে ওই যুবককে দেখা যায়। উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক শাসকদলের নেতার সঙ্গে যুবকের ছবি রয়েছে। তা ছাড়িয়ে পড়তেই কটাক্ষ করেছে বিজেপি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, “এরা তৃনমূল করে বলে মনে করেছে যা খুশি তাই করব। ওদের দলের নেত্রী কাল ফাইন নিয়ে চলে এলেন। এইসব দেখেই নীচু তলার কর্মীরা উৎসাহ পাচ্ছে।”

এই ঘটনার ফলে শাসকদলের অন্দরের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। স্থানীয় নেতা তৃনমূলের কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার দল এখন ক্ষমতায় রয়েছে। তাই অপকর্ম করার জন্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়তেই পারে। কড়া হাতে আইনি পদক্ষেপ নিতে হবে। দল কখনও বলে দেয়না এমন অপকর্ম করতে। এদের কোনও তৃণমূলের পরিচয় নেই। যাদের সঙ্গে দেখা গেছে তাদের প্রশ্ন করতে হবে।

উল্লেখ্য, হিন্দমোটরের একটি ভেরিতে মাছ চাষ করেন এক ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায় অভিযুক্ত যুবক দীপঙ্কর অধিকারীকে। সেই হুমকির অডিও ভাইরাল হতে অস্বস্তিতে পরে তৃনমূল। সেই ভিডিয়োতে যুবক নিজেকে উত্তরপাড়া শহরের যুব তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি বলেও পরিচয় দেয়।

এর পর ধর্ষনের অভিযোগে সেই যুবকই গ্রেফতার হওয়ায় দলের অস্বস্তি আরও বাড়ল বলেই বলে মনে করছে রাজনৈতিক মহল। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নাবলিকা ও তার এক বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন।অভিযুক্তেরা ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তারপর ধর্ষন করে। পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। একজনকে গ্রেফতার করে তাকে শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।


Share