BJP Rally

হুগলিতে এসআইআরের শুনানিতে বাধা সৃষ্টির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির জেলাশাসকের দফতরে অভিযান ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেওয়া হলে আগামী দিনে দল আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুঁচুড়া ঘড়ি মোড় ও আশপাশের এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

বিজেপির ডেপুটেশন কর্মসূচি।
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১২:৫৯

হুগলির একাধিক কেন্দ্রে এসআইআর শুনানিতে তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা পরিকল্পিত ভাবে বাধা দিচ্ছেন! এই অভিযোগকে সামনে রেখে বুধবার জেলাজুড়ে প্রতিবাদে সামিল হল বিজেপি। প্রতিবাদ জানিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় বিজেপি।

এ দিন চুঁচুড়ার ঘড়ি মোড়ে বিজেপি কর্মী-সমর্থকেরা জমায়েত শুরু করেন। সেখান থেকে মিছিল করে জেলাশাসক দফতরের দিকে এগোতে থাকেন তাঁরা। তবে তার মাঝেই পুলিশি বাধার মুখে পড়ে বিজেপির মিছিল। বেশ কিছু ক্ষণ পুলিশ ও বিজেপি সমর্থকের মধ্যে বচসা চলে। বচসার পরেই ধস্তাধস্তি ও হাতাহাতিত শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জও করে। বিজেপির অভিযোগ, এতে মহিলা কর্মীরা আহত হয়েছে। ঘটনার জেরে বিজেপি কর্মীরা সেখানে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে আলোচনা হয়। এরপর বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গঠিত হয়।

পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দল জেলাশাসকের দফতরে প্রবেশ করে। প্রতিনিধি দলটি হুগলি জেলাশাসকের কাছে গিয়ে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে এসআইআর শুনানিকেন্দ্রে তৃণমূলের হস্তক্ষেপ বন্ধ করা এবং নিরপেক্ষ ভাবে শুনানি সম্পন্ন করার দাবি জানানো হয়।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেওয়া হলে আগামী দিনে দল আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুঁচুড়া ঘড়ি মোড় ও আশপাশের এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।


Share    

BJP