Police Injured

সন্দেশখালিতে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম ছ’জন পুলিশকর্মী, গ্রেফতার ন’জন

ঘটনায় থানার এক আধিকারিক-সহ ছ’জন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। মুসা মোল্লা এবং ওই পঞ্চায়েতের উপপ্রধানকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পরে ওই গ্রামে রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ ন’জনকে গ্রেফতার করেছে।

ভাঙচুর করা হয়েছে পুলিশের।
নিজস্ব সংবাদদাতা, সন্দেশখালি
  • শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১২:২৫

ইডির পরে সন্দেশখালিতে এ বার আক্রান্ত রাজ‍্যপুলিশ। সেখানে অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের গাড়ি গিয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, স্থানীয় এক তৃণমূল নেতা মুসা মোল্লা আদালতের নির্দেশ না মানায় তার বিরুদ্ধে নোটিস জারি হয়। তাকে ধরে গাড়িতে তুলতে গেলে পুলিশের গাড়িতে হামলা চালায় তার অনুগামীরা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক পুলিশ আধিকারিক-সহ ছ’জন কর্মী। রাতভর তল্লাশি চালিয়ে ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুসা মোল্লার বিরুদ্ধে বসিরহাট মহকুমা আদালতে একটি জমি সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ ছিল। তিনি আদালতের নির্দেশ অমান্য করায় মুসার বিরুদ্ধে নোটিস জারি হয়। নোটিস জারি হওয়ায় থানায় তাঁকে বারবার হাজিরা দিতে বলেছিল পুলিশ। কিন্তু মুসা তা-ও শুনছিলেন না। এর পরে তাঁকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করে পুলিশ।

শুক্রবার রাত ১১টা নাগাদ বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার হুলোপাড়ায় রাজবাড়ি আউটপোস্টের পুলিশ কর্মীরা অভিযান চালান। সেখানেই অভিযুক্ত তৃণমূল নেতা মুসা মোল্লার বাড়ি। পুলিশ সূত্রের খবর, সেখানে গিয়ে মুসা মোল্লাকে গাড়িতে উঠতে বলেন তাঁরা। কিন্তু তিনি তাতে রাজি হননি। উল্টে অনুগামীদের ডেকে ঘটনাস্থলে ভিড় জমান। এর পরেই গাড়ি তুলতে গেলে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় তাঁর অনুগামীরা। অভিযুক্তকে ছিনিয়ে নেয়। বেধড়ক মারধর করা হয় পুলিশ কর্মীদের। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি।

ঘটনায় থানার এক আধিকারিক-সহ ছ’জন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। মুসা মোল্লা এবং ওই পঞ্চায়েতের উপপ্রধানকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পরে ওই গ্রামে রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ ন’জনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, অতীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি আধিকারিকেরা আক্রান্ত হয়েছিলেন। দুষ্কৃতীদের মারে মাথা ফেটে যায় এক আধিকারিকের। সন্দেশখালিতে সেই ঘটনার পর এ বার রাজ্য পুলিশের এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় অনেকেই বলছেন, ত্রাসের পরিস্থিতি ফিরে এসেছে সেখানে। 


Share