Death Due to Medical Negligence

চিকিৎসার গাফিলতিতে অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ, ডোমজুড়ের বেসরকারি নার্সিংহোমে তীব্র উত্তেজনা

মৃতা মৌসুমী নস্কর (৩২)-এর পরিবার অভিযোগ তোলে, ভুল চিকিৎসার জেরেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। ঘটনার জেরে নার্সিংহোমে ভাঙচুর হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ডোমজুড়
  • শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০৪:৩৫

হাওড়ার ডোমজুড়ের একটি বেসরকারি নার্সিংহোমে উত্তেজনা ছড়াল। অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে এক অন্তঃসত্ত্বা রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের কাটলিয়া এলাকায়। রবিবার সন্ধ্যায় ওই মহিলার মৃত্যু হয় বলে অভিযোগ। 

মৃতার নাম মৌসুমী নস্কর। বয়স ৩২ বছর। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। অভিযোগ, ওষুধ দেওয়ার পরেই মৌসুমী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারের লোকজনকে বাইরে থেকে রক্ত আনতে পাঠান। পরিজনেরা ফিরে এসে জানতে পারেন, তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যেরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, নার্সিংহোমের ভিতরে ভাঙচুর চালানো হয়। টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র উল্টে দেওয়া হয়। 

খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ ও র‍্যাফ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে। তবে নার্সিংহোম কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে। কর্তব্যরত এক নার্সের দাবি, চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সব ওষুধ দেওয়া হয়েছিল।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ রোগীর মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।


Share