- Poisonous Midday Mill Food

নদিয়ার চাপড়ায় অঙ্গনওয়াড়ির খাবারে সাপের খোলস, বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ অন্তত ২৫ জন, ভর্তি হাসপাতালে

স্থানীয় সূত্রের খবর, কোনও দিন কেন্নো, কোনও দিন বিষাক্ত পোকা বা টিকটিকির ডিম পরে থাকে খাবারে। কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, চাপড়া
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৭:১৬

অঙ্গনওয়াড়ির খাবারে সাপের খোলোস! মিড ডে মিলের সেই বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ অন্তত ২৫ জন শিশু। নদিয়ার চাপড়ায় ঘটনাটি ঘটেছে। অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার সকালে নদিয়ার চাপড়ায় নদিয়ার ডোমপুকুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটে। অভিভাবকদের অভিযোগ, সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সকালে শিশুরা এলে, তাদের ভাত দেওয়া হয়। তাতেই সাপের খোলস ছিল বলে অভিযোগ। এমনকি সাপের খোলস সমেত রান্না করা করা হয়েছে বলেও অভিযোগ। সেই খাবার খেয়ে প্রথমে কয়েক জন শিশু বমি, পেটব‍্যাথার উপসর্গ দেখা দেয়। একে একে অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে। তাঁদের চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

অঙ্গনওয়াড়ির কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে, তাঁরা জানান এই খাবার খেলে কিচ্ছু হবে না। এমনটাই দাবি করেছেন এক অভিভাবক। প্রায় সময় এই রকম ঘটনা ঘটে থাকে। তাঁদের আরও অভিযোগ, কোনও দিন কেন্নো, বিষাক্ত পোকা, টিকটিকির ডিম পরে থাকে খাবারে। কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যাবস্থা নেওয়া হয় না। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।


Share